হলদিয়ার একটি বেসরকারি সার কারখানায় গভীর রাতে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। দুর্গাচক এলাকার ইন্দোরমা নামে ওই কারখানার দুই শ্রমিককে রাতের অন্ধকারে বাইরে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আহত দুই শ্রমিককে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় শ্রমিকদের কিছু দাবি-দাওয়া নিয়ে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে। অভিযোগ, ইন্দোরমা কারখানার ডকসাইডে পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছিলেন। এই আন্দোলনের জেরেই তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষই এই হামলা চালানোর জন্য দুষ্কৃতীদের ব্যবহার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুই শ্রমিককে কারখানার বাইরে ডেকে নিয়ে গিয়ে হামলা চালানো হয়। এরপর দ্রুত তাদের ওপর হামলাকারীরা চম্পট দেয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং কারখানার অন্যান্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন।
হলদিয়া পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই হামলা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও শ্রমিকদের পক্ষ থেকে সরাসরি কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, তবে পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। শ্রমিকদের ওপর হামলার ঘটনায় কারখানার নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।