‘কে প্রকৃত ভারতীয় তা…,’ SC-র সমালোচনার জবাবে প্রিয়াঙ্কা গান্ধী

ভারত-চীন সীমান্ত সংঘর্ষ এবং গালওয়ান উপত্যকা নিয়ে সেনা ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মন্তব্য করায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সোমবার সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার শিকার হতে হয়েছে। এই ঘটনার পর দেশজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মঙ্গলবার বোন এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তাঁর দাদার পাশে দাঁড়িয়ে শীর্ষ আদালতের সমালোচনা করেছেন।

সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “মাননীয় বিচারপতিদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই যে কে প্রকৃত ভারতীয় তা তাঁরা নির্ধারণ করতে পারেন না। সরকারকে প্রশ্ন করা বিরোধী দলনেতার কর্তব্য।” তিনি আরও বলেন, তাঁর ভাই কখনও ভারতীয় সেনার বিরুদ্ধে মন্তব্য করবেন না, কারণ সেনাবাহিনীর প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে। তিনি মনে করেন, রাহুলের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত রাহুল গান্ধীকে বলেন, “আপনি কীভাবে জানলেন চীন ২,০০০ বর্গকিমি ভারতীয় জমি দখল করেছে? আপনি যদি প্রকৃত ভারতীয় হন, তাহলে আপনি এ ধরনের মন্তব্য করবেন না। আপনি কি গালওয়ানে ছিলেন? আপনার কাছে কি কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ আছে?”

রাহুলের পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, একজন বিরোধী দলনেতা হিসেবে প্রশ্ন তোলার অধিকার তাঁর আছে। বিচারপতি দত্ত এর উত্তরে বলেন, “তাহলে আপনি সংসদে এমন কথা বলুন, রাস্তায় নয়।”

২০২০ সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। এরপর ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন রাহুল গান্ধী অভিযোগ করেন যে, চীন প্রায় ২,০০০ বর্গকিমি ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে এবং নরেন্দ্র মোদী সরকার কার্যত ‘আত্মসমর্পণ’ করেছে। এই মন্তব্যের জেরে লখনউতে এক নির্বাচিত প্রতিনিধি সংক্রান্ত বিশেষ আদালতে রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের হয়।

যদিও এই তীব্র ভর্ৎসনার মধ্যেও সুপ্রিম কোর্ট মামলাটিতে স্থগিতাদেশ জারি করেছে এবং যোগ্যতাসম্পন্ন সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে। এর আগে মে মাসে ইলাহাবাদ হাইকোর্ট রাহুল গান্ধীর একই আবেদন খারিজ করে দিয়েছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy