রাশিয়ার তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দেওয়ার পর কংগ্রেস এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বন্ধুত্ব’ নিয়ে কটাক্ষ করেছে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ ট্রাম্পের এই পদক্ষেপকে ‘দ্বিচারিতা’ বলে উল্লেখ করে মোদী-ট্রাম্পের সম্পর্কের অবনতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
ট্রাম্পের শুল্ক বৃদ্ধির মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, “প্রধানমন্ত্রী বছরের পর বছর ধরে দাবি করে আসছেন যে রাষ্ট্রপতি ট্রাম্প এবং তাঁর মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে… এই বন্ধুত্ব অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয়েছে…।” তিনি আরও বলেন যে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে, যা এখন চিন, আমেরিকা এবং পাকিস্তান – এই তিন দিক থেকে ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
জয়রাম রমেশ কটাক্ষ করে একটি জনপ্রিয় গানের লাইন ব্যবহার করেন। তিনি বলেন, ‘দোস্ত দোস্ত না রাহা, ট্রাম্প ইয়ার হামে তেরা আইতবার না রাহা’। তিনি স্মরণ করিয়ে দেন যে মোদী ও ট্রাম্প ‘হাউডি মোদী’ এবং ‘নমস্তে ট্রাম্প’-এর মতো অনুষ্ঠান করেছিলেন এবং মোদী ‘আবকি বার ট্রাম্প সরকার’ স্লোগানও দিয়েছিলেন।
ট্রাম্পের মন্তব্যের পরই ভারতের বিদেশ মন্ত্রক একটি কড়া বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, আমেরিকা নিজেরাই রাশিয়ার থেকে ইউরেনিয়াম, প্যালাডিয়াম এবং সার-এর মতো খনিজ পদার্থ আমদানি করে। অথচ ভারতের রুশ তেল কেনা নিয়ে তারা সমালোচনা করছে। বিদেশ মন্ত্রকের এই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের দ্বিচারিতা স্পষ্টভাবে তুলে ধরা হয়। এই প্রেক্ষাপটে কংগ্রেসের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।