রাতে ডাউন ক্যানিং-শিয়ালদহ লোকাল ট্রেন রণক্ষেত্রের চেহারা নিল দুই দল যাত্রীর মধ্যে বচসা ও সংঘর্ষের জেরে। সোমবার রাত ৯টা ৩৮ মিনিটের ক্যানিং লোকাল পিয়ালি স্টেশন ছাড়ার পরেই এই ঘটনা ঘটে। প্রথমে বচসা শুরু হলেও তা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়, যার ফলে প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। পুলিশ ও রেল সূত্রে খবর, তারকেশ্বর থেকে একদল পুণ্যার্থী ক্যানিংয়ের দিকে ফিরছিলেন। একই কামরায় ওঠার পর তাঁদের সঙ্গে থাকা পুজোর সামগ্রী এবং বাঁক-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে অন্য যাত্রীদের সঙ্গে বচসা শুরু হয়।
পিয়ালি স্টেশন ছাড়ার পর বচসা তীব্র আকার ধারণ করে। অভিযোগ উঠেছে যে, অন্য দলের যাত্রীরা পুণ্যার্থীদের পুজোর সামগ্রী ভাঙচুর করতে শুরু করে। এর ফলে দুই পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, ট্রেনটি তালদি স্টেশনে পৌঁছালে বেশ কয়েকজন পুণ্যার্থীকে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় আহত হওয়া যাত্রীরা ক্যানিং এলাকার বাসিন্দা। রাতেই তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। লোকাল ট্রেনের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।