নতুন করে সরকার গঠনের পর আজ সকালে নয়াদিল্লির সংসদ ভবনের জিএমসি বালযোগী সভাগারে অনুষ্ঠিত হলো এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে যোগ দিয়েছেন এবং এনডিএ-র সকল সাংসদ এতে উপস্থিত রয়েছেন। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই বৈঠকটি নতুন সরকারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী এই বৈঠকে জোটের সাংসদদের সামনে আগামী দিনের পথনির্দেশিকা তুলে ধরবেন। বৈঠকে সরকারের নীতি, আসন্ন সংসদীয় কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় সাংসদদের নতুন সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করবেন এবং দেশের উন্নয়নে তাঁদের ভূমিকা কী হবে, তা স্পষ্ট করে দেবেন বলে আশা করা হচ্ছে।
এটি দ্বিতীয় মেয়াদের এনডিএ সরকারের প্রথম সংসদীয় দলের বৈঠক। এই বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী জোটের শরিক দলগুলোকে নিয়ে এক সুরে কাজ করার বার্তা দেবেন। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হবে। বৈঠকের মূল উদ্দেশ্য হলো সরকারের নীতি ও সিদ্ধান্তগুলোকে জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং সংসদীয় কার্যক্রমে সমন্বয় বজায় রাখা।
এনডিএ-র সাংসদরা প্রধানমন্ত্রীর এই বৈঠক থেকে আগামী দিনের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাশ করানো থেকে শুরু করে সরকারের জনমুখী প্রকল্পগুলোকে সফলভাবে বাস্তবায়নের জন্য সাংসদদের কী করণীয়, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। এই বৈঠকটি এনডিএ জোটের অভ্যন্তরীণ সংহতি এবং সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক নতুন দিশা দেখাবে বলে রাজনৈতিক মহলের ধারণা।