দক্ষিণবঙ্গের কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষার দ্বিতীয় পর্বে, অর্থাৎ অগাস্ট ও সেপ্টেম্বরে এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ থেকে ১০ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে ভারী বর্ষণ
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে ১০ অগাস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় আজ থেকে ১০ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পঙে আজ থেকে ৮ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, ৭ অগাস্ট উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার তাপমাত্রা
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সামগ্রিকভাবে, রাজ্যজুড়ে বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে।