‘আল্লাহু আকবর’-না বলায় হামলার অভিযোগ, বাঙালি মহিলার ভিডিও ঘিরে উত্তাল রাজ্য

কলকাতার জনপ্রিয় বিনোদন কেন্দ্র ঢাকুরিয়া লেকে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক মহিলা অভিযোগ করেছেন যে, তিনি ‘আল্লাহ হু আকবর’ বলতে রাজি না হওয়ায় একদল মুসলিম তরুণী তাঁর ওপর হামলা চালিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বঙ্গ বিজেপি, যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল তরজা শুরু হয়েছে।

ভিডিওতে অভিযোগকারিণী মহিলা দাবি করেছেন, তিনি বন্ধুদের সঙ্গে ঢাকুরিয়া লেকে ঘুরতে গিয়েছিলেন। সেই সময় কিছু মুসলিম তরুণী উচ্চস্বরে ‘আল্লাহ হু আকবর’ স্লোগান দিতে শুরু করে। মহিলা ও তাঁর বন্ধুরা পাবলিক প্লেসে এই ধরনের ধর্মীয় স্লোগান দেওয়ায় আপত্তি জানালে বচসা শুরু হয়। এমনকি তাঁদেরকেও জোর করে ‘আল্লাহ হু আকবর’ বলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। তাঁর দাবি, এরপর মুসলিম তরুণীরা ফোন করে কিছু পুরুষকে ডেকে আনে, এবং তারাই তাঁকে মারধর করে। তবে Tips24.in এই ভিডিওতে করা দাবির সত্যতা এখনও যাচাই করেনি।

বঙ্গ বিজেপির এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করে অভিযোগ করা হয়েছে, যখন মহিলারা জানান যে, “এটা একটি পাবলিক প্লেস, ধর্মীয় স্থান নয়। আপনারা আমাদের জোর করতে পারেন না, আমরা হিন্দু,” তখনই তাঁদের ওপর আক্রমণ চালানো হয়।

এদিকে, এই ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গেছে। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেডকোয়ার্টার্স) মীরাজ খালিদ ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, “এই ঘটনার সম্পর্কে আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য এসেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

কলকাতা পুলিশ সূত্রে আরও খবর, অভিযোগকারিণী বা অভিযুক্ত তরুণীদের এখনও চিহ্নিত করা যায়নি। পুলিশ অভিযোগকারিণীকে খুঁজে বের করার চেষ্টা করছে, কারণ লিখিত অভিযোগ ছাড়া পরবর্তী পদক্ষেপ নেওয়া কঠিন। পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে চিহ্নিত করার পর তাঁর থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হবে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে, মামলা রুজু করা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপির এই পোস্ট এবং অভিযোগকারী মহিলার ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিষয়টি কোন দিকে এগোয় এবং পুলিশের তদন্তে কী উঠে আসে, এখন সেটাই দেখার। এই ঘটনা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর কতটা প্রভাব ফেলে, তা নিয়েও চিন্তিত অনেকে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy