সংসদ ভবনের সামনে মহিলা সাংসদ ছিনতাইয়ের শিকার, দিল্লির নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশের সর্বোচ্চ সুরক্ষিত এলাকাগুলির অন্যতম, খোদ সংসদ ভবনের সামনেই দুষ্কৃতী হেনস্থার শিকার হলেন এক মহিলা সাংসদ। মর্নিং ওয়াক করার সময় তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে কংগ্রেস সাংসদ আর সুধার সঙ্গে, যিনি গুরুতর আঘাত পেয়েছেন তাঁর গলা ও ঘাড়ে।

জানা গেছে, দিল্লির চাণক্যপুরী এলাকায় সংসদ ভবন থেকে কিছুটা দূরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সোমবার ভোর ৬টা ১৫ মিনিট নাগাদ তামিলনাড়ুর মায়িলাদুথুরাইয়ের কংগ্রেস সাংসদ আর সুধা, যিনি এক বছর ধরে দিল্লিতে তামিলনাড়ু ভবনে বসবাস করেন, মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। পোল্যান্ডের দূতাবাসের সামনে দিয়ে হাঁটার সময় দ্রুত গতিতে আসা দুই ছিনতাইকারী বাইকে করে এসে তাঁর গলা থেকে সোনার চেন টান মেরে ছিনিয়ে পালায়। এই ঘটনায় তাঁর গলায় এবং ঘাড়ে আঘাত লেগেছে, এমনকি তাঁর চুড়িদারও ছিঁড়ে গেছে।

এই ঘটনা দিল্লির ভিআইপি এলাকার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সাংসদ আর সুধা স্বয়ং এই ঘটনায় আতঙ্কিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বিশদ বিবরণ দিয়েছেন: “ভোর ৬টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। আমি পোল্যান্ডের দূতাবাসের সামনে দিয়ে হাঁটছিলাম। তখন দুই ছিনতাইবাজ বাইকে করে এসে গলা থেকে চেন টেনে নিয়ে পালায়। গলায় এবং ঘাড়ে চোট পেয়েছি আমি। আমার চুড়িদারও ছিঁড়ে গিয়েছে। যে বাইক চালাচ্ছিল তার মাথায় হেলমেট ছিল। ফলে মুখ দেখতে পাইনি। কোনওমতে নিজেকে সামলেছি তখন। সাহায্যের জন্য চিৎকার করেছি।”

নিজের চিঠিতে তিনি আরও যোগ করেন, “এমন একটি হাই সিকিউরিটি জোনে মহিলা সাংসদের উপর এই ধরনের হামলা হল। ঘটনাটিতে সকলের আতঙ্কিত হওয়ার কথা। হাই সিকিউরিটি জোনেও যদি কোনও মহিলা নিরাপদে হেঁটে যেতে না পারেন, তাহলে আমরা কোথায় নিরাপদ? এই ক্রিমিনাল অ্যাটাকের জেরে আমি ট্রমাতে রয়েছি। অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করুন স্যার।”

দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত পাকড়াও করার চেষ্টা চলছে। ঘটনার পর তামিলনাড়ু হাউসের সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। এই ঘটনা সংসদ সদস্যদের নিরাপত্তা এবং রাজধানীর সুরক্ষিত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy