লোকাল ট্রেন মানেই ভিড়, ধাক্কাধাক্কি এবং দরজায় ঝুলতে থাকা অগণিত মানুষের এক চিরন্তন ছবি। কিন্তু এবার সেই চেনা ছবি বদলে যেতে পারে। যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নন-এসি লোকাল ট্রেনের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে রেল কর্তৃপক্ষ। এই নতুন ব্যবস্থা আপাতত শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে চালু না হলেও, সেন্ট্রাল রেলওয়ে এই পদক্ষেপ গ্রহণ করছে।
সম্প্রতি গত ৯ জুন ট্রেন থেকে পড়ে চারজনের মৃত্যু এবং নয়জনের আহত হওয়ার মর্মান্তিক ঘটনার পর এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বিশেষভাবে তৈরি করা হচ্ছে নতুন কোচ। এই কোচে ফাইবার গ্লাসের প্যানেলের পরিবর্তে ভেন্টিলেটেড দরজা ব্যবহার করা হবে, যা লোকাল ট্রেনের ক্ষেত্রে সেন্ট্রাল রেলের পক্ষ থেকে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে।
মুম্বইয়ের ওই দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যাত্রীদের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই ঘোষণার পরেই এই উদ্যোগ নেওয়া হলো। সেন্ট্রাল রেলের এক আধিকারিক জানান, এই ভেন্টিলেটেড দরজা যুক্ত কোচগুলো এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন যে, ট্রেনের মোটরম্যান এবং ম্যানেজার এই দরজাগুলো নিয়ন্ত্রণ করবেন।
এর আগে, ২০১৯ সালে পশ্চিম রেলওয়ে একইভাবে দরজা বন্ধ করা কোচের ব্যবস্থা করার চেষ্টা করেছিল। কিন্তু অতিরিক্ত ভিড়ের চাপে সেই পরিকল্পনা কার্যকর করা সম্ভব হয়নি। এবার নতুন করে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ধরনের কোচের ডিজাইন করা হচ্ছে, যা যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই নতুন পরিবর্তন যদি সফলভাবে কার্যকর হয়, তবে লোকাল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে এবং নিত্যযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা যাবে।