কর্তব্যে গাফিলতি, হলদিয়া হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার অপসারিত, ডেপুটি CMO-কে দায়িত্ব

শিল্পতালুক হলদিয়ার মহকুমা হাসপাতালের জীর্ণ দশা এবং অব্যবস্থাপনার জেরে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। কর্তব্য ও দায়িত্বে গাফিলতির অভিযোগে হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার সুভাষ মাহাত এবং অ্যাসিস্ট্যান্ট সুপার অর্ণব মুনিয়ানকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। হাসপাতালের বর্তমান দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে ডেপুটি সিএমওএইচ-১ নারায়ণ মিদ্যার হাতে। শুক্রবার অনুষ্ঠিত রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেলাশাসকের পরিদর্শনে প্রকাশ্যে অসন্তোষ
সূত্রের খবর, গত কয়েকদিন আগে জেলাশাসক পূর্ণেন্দু মাজি সহ অন্যান্য আধিকারিকরা রাতে আকস্মিকভাবে হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান। সেই পরিদর্শনে হাসপাতালের জরাজীর্ণ অবস্থা এবং অব্যবস্থাপনার চিত্র দেখে রোগীরা সরাসরি জেলাশাসকের কাছে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের অপরিষ্কার পরিবেশ, বিল্ডিংয়ের জীর্ণ দশা এবং শৌচাগারগুলির বেহাল অবস্থা নিয়ে একাধিক অভিযোগ আসে। এতে জেলাশাসক অত্যন্ত ক্ষুব্ধ হন।

রোগী কল্যাণ সমিতির চূড়ান্ত সিদ্ধান্ত
শুক্রবার অনুষ্ঠিত রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সমস্ত অভিযোগগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, হলদিয়ার মহকুমা শাসক সহ জেলার অন্যান্য পদস্থ আধিকারিকরা। দীর্ঘদিনের অভিযোগ এবং সাম্প্রতিক পরিদর্শনে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, সুপার সুভাষ মাহাত এবং অ্যাসিস্ট্যান্ট সুপার অর্ণব মুনিয়ানের বিরুদ্ধে ‘দীর্ঘদিন নিজেদের কর্তব্য গাফিলতি’ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে।

স্বাস্থ্য ভবনের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষা
এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় সংবাদমাধ্যমকে জানান, “রোগী কল্যাণ সমিতির বৈঠক ছিল হলদিয়াতে। আর ওখানেই সুপার সহ ওদের কাজে উষ্মা প্রকাশ করা হয়েছে। তবে, দায়িত্ব থেকে সরানোর লিখিতভাবে নির্দেশটা স্বাস্থ্য ভবন থেকে আসবে।” তিনি আরও নিশ্চিত করেন যে, “বর্তমান হাসপাতালের দায়িত্বে থাকছেন ডেপুটি সিএমওএইচ-১ নারায়ণ মিদ্যা।”

এই পদক্ষেপের ফলে হলদিয়া মহকুমা হাসপাতালের পরিষেবা এবং পরিকাঠামোতে নতুন করে প্রাণ ফিরবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে, এটি প্রশাসনিক স্তরে কর্তব্য ও দায়িত্বশীলতার উপর জোর দেওয়ার একটি স্পষ্ট বার্তা দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy