ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন, বাজবল বনাম ভারতীয় পেসারদের দাপট, উত্তেজনা তুঙ্গে!

ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় দিনটি ছিল নাটকীয়তায় ভরপুর। ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে ২২৪ রানে বেঁধে ফেলার পর, দুই ইংরেজ ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট ‘বাজবল’ ক্রিকেট দিয়ে দিনের শুরুটা করেন। বুমরাহবিহীন ভারতীয় বোলিং লাইন-আপকে সাধারণ স্তরে নামিয়ে এনে এই জুটি ৯২ রানের এক বিস্ফোরক ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলে। এর মাধ্যমে তারা টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সর্বাধিক (৮ বার) ৫০ বা তার বেশি রানের জুটি গড়ার নজির গড়েন। তবে, এই ধুমধাড়াক্কা শুরুর পরও মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার দাপটে চা-বিরতির আগেই ৭ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে ইংল্যান্ড। প্রথম সেশনে ১ উইকেটে ১০৯ রান থেকে দ্বিতীয় সেশনে ৭ উইকেটে ২১৫ রানে পৌঁছে যায় তারা।

ডাকেটকে আকাশদীপের ‘সেন্ড-অফ’: বিতর্কের ইঙ্গিত?
ইংল্যান্ড ইনিংসের শুরুতে ক্রলির সঙ্গে জুটি বেঁধে বিস্ফোরক ব্যাটিং করছিলেন বেন ডাকেট। আকাশদীপের বিরুদ্ধে রিভার্স-সুইপ করে বাউন্ডারিও মারতে দেখা যায় তাকে। কিন্তু ১৩তম ওভারে আবারও পেস বোলিংয়ের বিরুদ্ধে রিভার্স-সুইপের স্পর্ধা দেখাতে গিয়ে তিনি ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এই উইকেট তুলে নিয়ে ভারতীয় পেসার আকাশদীপ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ডাকেট যখন সাজঘরের দিকে হাঁটছিলেন, তখন আকাশদীপকে তার কাঁধে হাত রেখে কিছু বলতে দেখা যায়। প্রথমে মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুড়ে দিয়েছিলেন এই ভারতীয় পেসার, এরপর ডাকেটের কাঁধে হাত রাখা তার উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। তবে, প্রতিপক্ষ ব্যাটারকে এমনভাবে ‘সেন্ড-অফ’ করা অনেক সময় শাস্তির আওতায় পড়ে। আকাশদীপও কি সেই আওতায় পড়বেন, তা সময়ই বলবে। ডাকেটকে ‘সেন্ড-অফ’ করার পর একজন অন-ফিল্ড আম্পায়ার ভারতীয় পেসারকে ডেকে কিছু কথা বলতেও দেখা যায়। ৩৮ বলে ৪৩ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন ডাকেট।

রুট-কৃষ্ণার বাদানুবাদ: মাঠে উত্তাপের পারদ
এর পরের ঘটনাটি ঘটে ইংল্যান্ড ইনিংসের ২২তম ওভারে। একটি গুড লেংথ ডেলিভারিতে জো রুটকে পরাস্ত করার পর প্রসিদ্ধ কৃষ্ণা ইংরেজ ব্যাটারের উদ্দেশে কিছু মন্তব্য ছুঁড়ে দেন। সেই মুহূর্তে রুট বেশি পাল্টা মন্তব্য না করলেও, কৃষ্ণার পরের বলেই বাউন্ডারি মেরে ভারতীয় বোলারের দিকে এগিয়ে যান এবং পাল্টা মন্তব্য করেন। আপাত নিরীহ ইংরেজ ব্যাটারকে এমন মাথা গরম সচরাচর করতে দেখা যায় না। রুটকে উত্তেজিত হতে দেখে অন-ফিল্ড আম্পায়ার এহসান রাজা বিষয়টিতে হস্তক্ষেপ করেন। সবমিলিয়ে ওভালে এক উত্তেজক মুহূর্তের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব।

চা-বিরতিতে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়
দফায় দফায় উত্তেজক কিছু মুহূর্তের মধ্যেই প্রথম ইনিংসে ইংল্যান্ডকেও চেপে ধরেছে ভারত। ‘বাজবল’ শুরু করেও দ্বিতীয় দিনের চা-বিরতির আগেই ৭ উইকেট হারায় তারা। এর মধ্যে দ্বিতীয় সেশনেই পড়েছে ৬ উইকেট। ৫৭ বলে ৬৪ রানের সর্বাধিক ইনিংস খেলে প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হয়েছেন জ্যাক ক্রলি। ২৯ রানে রুটকে আউট করেন সিরাজ। হায়দ্রাবাদের এই পেসার মোট ৩ উইকেট তুলে নিয়েছেন, যার মধ্যে অধিনায়ক ওলি পোপ এবং জ্যাকব বেথেলও রয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণার ঝুলিতেও এসেছে ৩ উইকেট, যার মধ্যে একই ওভারে তিনি জেমি স্মিথ এবং জেমি ওভারটনকে ফিরিয়েছেন। চা-বিরতিতে ইংল্যান্ড ২১৫ রানে ৭ উইকেট হারিয়ে, আপাতত ৯ রানে পিছিয়ে রয়েছে।

এই ম্যাচের প্রতিটি মুহূর্তই এখন টানটান উত্তেজনায় ভরা, যেখানে ভারতীয় পেসারদের আক্রমণাত্মক বোলিং এবং ইংরেজ ব্যাটারদের ‘বাজবল’ স্টাইলের মধ্যে এক দারুণ লড়াই দেখা যাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy