বলিউড সুপারস্টার আমির খান যখন তার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং প্রকাশ্যে গৌরীকে জীবনসঙ্গিনী হিসেবে মেনে নেওয়ার কথা বলছেন, ঠিক তখনই তার বড় ছেলে জুনেইদকে জনসমক্ষে ‘নেপো কিড’ বলে ধমক দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। এই ঘটনায় নেটিজেনরা ভাবতে শুরু করেছেন, তাহলে কি জুনেইদ বাবার বিরাগভাজন হয়ে উঠলেন?
‘সিতারে জামিন পার’-এর অভিনব প্রচার:
সম্প্রতি আমির খান অভিনীত চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ সিনেমা হলে ভালো ব্যবসা করার পর এখন অনলাইনেও মাত্র ১০০ টাকার বিনিময়ে দেখা যাচ্ছে। এই অনলাইন মুক্তির প্রচারের জন্যই আমির একটি অভিনব কৌশল বেছে নিয়েছেন – নিজের ছেলে জুনেইদকে নিয়ে একটি স্কিট ভিডিও তৈরি করেছেন।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনের শুরুতেই আমির বাড়ি ফিরে এসে দেখতে পান একজন বাড়িতে বসেই ‘সিতারে জামিন পার’ দেখছেন। এই দৃশ্য দেখে আমির ভীষণ রেগে যান। এরপর ওই ব্যক্তির কাছ থেকে তিনি জানতে পারেন যে এই পুরো ব্যাপারটাই জুনেইদের মাথা থেকে এসেছে। এতেই বেশ খানিকটা ক্ষুব্ধ হয়ে আমির ঘরে ঢুকে ছেলেকে বকাবকি করতে শুরু করেন। জুনেইদ বাবাকে শান্ত করতে গেলে তখনই আমির নিজের দুটি ব্যর্থ ছবির নাম মনে করিয়ে দেন ছেলেকে। এরপর জুনেইদ বাবাকে তার ওপর ভরসা রাখতে বলেন। এই কথোপকথনের এক পর্যায়ে কপট রাগ দেখিয়ে আমির ছেলেকে ‘নেপো কিড’ বলে সম্বোধন করেন।
প্রচার কৌশল নাকি ব্যক্তিগত ইঙ্গিত?
যদিও এটি নিছকই একটি অভিনয় এবং হাস্যরসের মাধ্যমে নিজের ছবির প্রচার সারার একটি কৌশল, তবে নেটিজেনদের মতে, ভিডিওটির মধ্য দিয়ে অভিনেতা একটি স্পষ্ট ব্যক্তিগত ইঙ্গিতও রেখে দিয়েছেন। অনেকে মনে করছেন, ছেলে জুনেইদকে নিয়ে হয়তো কোথাও এক ধরনের অস্বস্তিও অনুভব করছেন তিনি।
ভিডিওটি নিয়ে এখন জোর বিতর্ক চলছে। কারণ, ‘নেপো কিড’ শব্দটি প্রায়শই নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। এর মাধ্যমে বোঝানো হয় যে, কোনো ব্যক্তি তাদের বাবা-মায়ের (অথবা পরিবারের) খ্যাতি, ক্ষমতা বা প্রভাব ব্যবহার করে সুবিধা পান, বিশেষ করে বিনোদন জগতে। অনেক সময় ‘নেপো কিড’ বলা হয় এই অর্থে যে, সে যোগ্য নয়, শুধু পরিবার বা চেনাজানার জোরেই জায়গা পেয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, আমির কি পরোক্ষভাবে ছেলেকে খোটা দিলেন?
তবে প্রচার কৌশলে এমন বিতর্কিত শব্দ ব্যবহার করা হলেও তা যে দারুণ সফল হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এই ভিডিওটি আমিরের ছবির জন্য ব্যাপক প্রচার এনে দিয়েছে।