বৃহস্পতিবার সকালে রাশিয়ার ব্রায়ানস্ক শহরের ওরলিক হ্রদে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি কামিকাজি ড্রোন আছড়ে পড়ে বিস্ফোরিত হয়েছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, পরবর্তীতে নমুনা পরীক্ষা করে ড্রোনটির ইউক্রেনীয় সেনাবাহিনীর কামিকাজি ড্রোন হিসেবে শনাক্ত করা হয়েছে।
ঘটনার বিবরণ:
গতকাল বৃহস্পতিবার সকালে আকাশে উড়তে থাকা ড্রোনটি ব্রায়ানস্ক শহরের ওরলিক হ্রদে হঠাৎ আছড়ে পড়ে এবং সাথে সাথেই বিস্ফোরিত হয়। একজন স্থানীয় মৎস্যজীবী তার মোবাইল ফোনে ড্রোনটি পতনের দৃশ্য ধারণ করেন, যা পরে দ্রুত ভাইরাল হয়। ‘কামিকাজি ড্রোন’ বা ‘সুইসাইড ড্রোন’ নামে পরিচিত এই বিধ্বংসী সমরাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে নিজেকে ধ্বংস করে ফেলে।
লক্ষ্যবস্তু ও নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা:
ব্রায়ানস্ক শহর রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩৭৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত। সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন উভয়ই পরস্পরের ভূখণ্ডের একদম অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় বাহিনী এই ড্রোনটি মস্কো, ব্রায়ানস্ক অথবা দুই শহরের মাঝখানে অবস্থিত কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ছুড়েছিল। তবে যাত্রাপথে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হ্রদে বিধ্বস্ত হয়।
Ukrainian kamikaze drone crashes into a Russian lake after being jammed by EW. pic.twitter.com/56odSy3qtW
— Ork on the WAAAGHpath (@ZedSignBot) July 31, 2025
উভয়পক্ষের হামলা:
যেদিন ওরলিক হ্রদে ইউক্রেনীয় ড্রোনটি বিধ্বস্ত ও বিস্ফোরিত হলো, ঠিক সেদিনই রুশ বাহিনীও ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের একটি ডিপো এবং সামরিক বাহিনীর একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনা আবারও দুই দেশের মধ্যে চলমান সংঘাতের তীব্রতাকে তুলে ধরল, যেখানে উভয়পক্ষই একে অপরের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানার চেষ্টা চালাচ্ছে। সূত্র: আরটি।