রানিনগরে ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ১ দালাল গ্রেফতার, সীমান্ত সুরক্ষায় নতুন চ্যালেঞ্জ

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ক্রমশ উদ্বেগজনক হারে বাড়ছে। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার রানিনগর থানার পুলিশ বৃহস্পতিবার ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের সহায়তাকারী এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ বহরমপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনা সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

মুর্শিদাবাদ পিডি (পুলিশ ডিস্ট্রিক্ট) পুলিশের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসেই ২১ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, যা সীমান্ত পরিস্থিতি কতটা নাজুক তা স্পষ্ট করে।

কীভাবে ঘটল এই গ্রেফতারি?
রানিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কাতলামারি গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৬ জন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালালকে হাতেনাতে পাকড়াও করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশিরা স্বীকার করেছে যে তাদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিল না। অন্যদিকে, গ্রেফতার হওয়া ভারতীয় নাগরিক আসরাইল সেখ (বয়স ২৯), যার বাড়ি মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার রাধাগোবিন্দপুর গ্রামে, সে এই অবৈধ অনুপ্রবেশে মদত দিচ্ছিল।

ডোমকলের এসডিপিও শুভম বাজাজ এই বিষয়ে বলেন, “বৃহস্পতিবার সকালে রানিনগর থানা এলাকার সীমান্ত দিয়ে ছ’জন বাংলাদেশের নাগরিক এক দালাল মারফত ভারতে অনুপ্রবেশ করে। কারও কাছে ভারতে আসার বৈধ কাগজ ছিল না। ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।”

ধৃতদের পরিচয় ও মামলার বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ছয় বাংলাদেশি নাগরিকের নাম ও ঠিকানা হলো:

মহম্মদ আবদুল্লা (২০), বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চৈরাসিয়া গ্রামে।

কেতাবুর শেখ (২৬), বাড়ি রাজশাহী জেলার তানুর গ্রামে।

কামালউদ্দিন (২৮), বাড়ি রাজশাহী জেলার গোদাবাড়ি গ্রামে।

কালিমুদ্দিন রহমান (২৫), বাড়ি রাজশাহী জেলার গোদাবাড়ি গ্রামে।

মহম্মদ সেলিম (৩৭), বাড়ি ফেনি জেলার দেগুবুনিয়া গ্রামে।

মহম্মদ জুয়েল রানা (২৪), বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবিনগর নতুনগ্রাম।

তাদের বিরুদ্ধে বিদেশি আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে।

সীমান্ত সুরক্ষায় বাড়ছে নজরদারি
সম্প্রতি বিহারের পর বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা যাচাইয়ের জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের নিজেদের দেশে ‘পুশব্যাক’ করা নিয়ে শাসক-বিরোধী তর্জায় দেশজুড়ে শোরগোল পড়েছে। এই পরিস্থিতিতে রানিনগর, জলঙ্গি, সাগরপাড়া এলাকা দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জেলা পুলিশের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের আটকাতে সীমান্ত এলাকার থানাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। এই গ্রেফতারি সীমান্ত সুরক্ষা বাহিনীর জন্য একটি ছোট সাফল্য হলেও, অবৈধ অনুপ্রবেশের এই ধারাবাহিক প্রবণতা আইন প্রয়োগকারী সংস্থাগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে যাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy