কাকদ্বীপের কোয়েলের অনন্য সাফল্য, মিনি পেইন্টিংয়ে নজর কেড়ে পেলেন বেঙ্গল অ্যাচিভার্স পুরস্কার

মিনি পেইন্টিংয়ে নিজের অসামান্য দক্ষতার মাধ্যমে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন কাকদ্বীপের কোয়েল পুরকাইত। তাঁর শিল্পকর্মের অভিনবত্ব এবং নান্দনিক সৌন্দর্যায়ন সকলের নজর কেড়েছে, যার ফলস্বরূপ সম্প্রতি তিনি ভূষিত হয়েছেন prestigious বেঙ্গল অ্যাচিভার্স পুরস্কারে। ‘বেস্ট ড্রইং আর্টিস্ট’ হিসেবে এই সম্মান পেয়েছেন কোয়েল, যা দক্ষিণ ২৪ পরগনার এই প্রত্যন্ত অঞ্চলের এক তরুণী শিল্পীর জন্য এক বিরাট স্বীকৃতি।

স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের বাসিন্দা কোয়েল পুরকাইত। তাঁর বাবা প্রতাপ পুরকাইত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কর্মরত, এবং মা মিঠু পুরকাইত একজন গৃহবধূ। বর্তমানে কোয়েল কলকাতায় ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজে পড়াশোনা করছেন। মাত্র তিন বছর বয়স থেকেই তিনি ছবি আঁকার প্রশিক্ষণ নিতে শুরু করেন এবং সেই ছোটবেলা থেকেই শিল্পের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা সকলের চোখে পড়েছে।

পুরস্কার প্রাপ্তি ও ভবিষ্যতের লক্ষ্য
বেঙ্গল অ্যাচিভার্স পুরস্কার পেয়ে কোয়েল পুরকাইত নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুবই খুশি। আগামীতে ছবি আঁকা নিয়ে আরও কাজ করতে চাই।” কোয়েলের বাবা প্রতাপ পুরকাইত মেয়ের এই সাফল্যে গর্বিত। তিনি বলেন, “আমি আমার মেয়ের জন্য গর্বিত। কোয়েল ছোটবেলা থেকেই ছবি আঁকে। ওর ছবি আঁকাতে খুব আগ্রহ।”

শুধু ছবি আঁকাতেই নয়, কোয়েলের স্বপ্ন আরও বড়। তিনি পড়াশোনা শেষ করার পর ফিল্ম মেকিং নিয়েও কাজ করতে চান। এই দুটি ক্ষেত্রকেই তিনি ভবিষ্যতের পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন।

স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীর আনন্দ
কোয়েলের এই অভূতপূর্ব সাফল্যে কাকদ্বীপের বাসিন্দারাও ভীষণ খুশি। ছোটবেলা থেকেই কোয়েল স্থানীয় অঙ্কন প্রশিক্ষক দেবরাজ বেরার কাছে আঁকা শিখতেন। শিষ্যার এই সাফল্যে দেবরাজ বেরাও অত্যন্ত আনন্দিত। তিনি চান, আগামীদিনে কোয়েল আরও বড় প্ল্যাটফর্মে নিজের প্রতিভার স্বাক্ষর রাখুক এবং দেশের মুখ উজ্জ্বল করুক।

কোয়েল পুরকাইতের এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক চেষ্টা ও নিষ্ঠা থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও যেকোনো শিল্প বা প্রতিভাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া সম্ভব। তাঁর এই জয় কাকদ্বীপ সহ সমগ্র বাংলার তরুণ শিল্পীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy