যৌন মিলনে লিপ্ত হওয়ার আগে এই বিষয়গুলি জেনেনিন প্রত্যেকে

ইউরোপের এক দেশে সাম্প্রতিককালে যৌনতা নিয়ে একটি ‘ন্যাটস্যাল সার্ভে’ নামে সমীক্ষা হয়েছিল। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন ২০১০ থেকে ২০১২ সালে ৩ হাজার তরুণ-তরুণীকে নিয়ে এই সমীক্ষা চালায়। সেই সমীক্ষা বলছে তরুণ-তরুণীদের আফসোসের প্রধান কারণ হল যথাযথ বয়সের অনেক আগেই প্রথম যৌনমিলন সম্পন্ন করা। এই সমীক্ষায় যারা অংশ নেয়, তাদের মধ্যে কিশোর ও তরুণদের এক তৃতীয়াংশের বেশি নারী ছিল। সমীক্ষার এক চতুর্থাংশের বেশি পুরুষ বলেছিলেন যে তারা যে সময়ে প্রথম যৌন সঙ্গম করেন সেটি ‘সঠিক সময়’ ছিল না।

ইউরোপের অনেক দেশেই আইন অনুযায়ী যৌনমিলনের সম্মতি প্রদানের বয়স হল ১৬ বছর। সেসব দেশে যৌনতা এবং জীবনধারা নিয়ে আরেক সমীক্ষার ফলাফল পর্যালোচনা করে ধাজানা যায় ঐ বয়সে অনেকেই যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত থাকে না।

সমীক্ষার ফলাফল জানাচ্ছে, প্রায় ৪০% মহিলা এবং ২৬% পুরুষ মনে করেন যে তাদের প্রথম যৌনমিলন ‘সঠিক সময়ে হয় নি’। কুমারীত্ব পরিত্যাগ করার আগে তাদের আরো অপেক্ষা করা উচিত ছিল মনে করেচ্ছিলেন এদের অধিকাংশই। তবে স্বল্পসংখ্যক মানুষ তাদের প্রথম যৌন সঙ্গম আরো আগে ঘটারও পক্ষ নেন।

যারা সমীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন তাদের অধিকাংশই ১৮ বছর বয়স হওয়ার আগেই প্রথমবার যৌনমিলনে লিপ্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় অর্ধেক মানুষই নিজেদের ১৬ বছর বয়সের শেষদিকে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছেন। আবার এক তৃতীয়াংশের প্রথমবার যৌন সঙ্গমের অভিজ্ঞতা ছিল তাদের বয়স ১৬ বছর হওয়ার আগেই।

এক তৃতীয়াংশের প্রথমবার যৌন সঙ্গমের অভিজ্ঞতা ছিল তাদের বয়স ১৬ বছর হওয়ার আগেই , ছবি সৌঃ bustle
প্রথম যৌন মিলনের ইচ্ছা ও প্রস্তুতি কেমন হওয়া উচিত?

সবার আগে, একজন তরুণ নিজের ইচ্ছায় এবং স্বেচ্ছায় প্রথমবার যৌন সঙ্গম করার সিদ্ধান্ত নিতে সম্মত হতে সক্ষম কিনা, তা যাচাই করতে হবে। সেই সম্মতি যে দিচ্ছে সে কোনো ধরণের মাদকের প্রভাবে ছিল না বা সঙ্গী, বন্ধুবান্ধবদের চাপে পড়ে সম্মতি দেয়নি, সে বিষয়ে নজর রাখতে হবে।

জানা যাচ্ছে, সমীক্ষায় অংশ নেওয়া মহিলাদের প্রতি পাঁচজনে একজন এবং পুরুষদের প্রতি ১০ জনে ৪ জনই মনে করেন প্রথম যৌন মিলনের সময় তাদের সঙ্গীর সমান আগ্রহ ছিল না। অর্থাৎ, তাদের সঙ্গীরা অনেকটা চাপে পড়েই প্রথম মিলনে সম্মতি দিয়েছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy