প্রয়াত প্রবীণ অভিনেতা ‘ধীরজ কুমার’, ৭৯ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ!

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা এবং টেলিভিশন প্রযোজক ধীরজ কুমার (Dheeraj Kumar) আজ সকালে পরলোকগমন করেছেন। মঙ্গলবার, ১৫ জুলাই সকাল ১১টা ৪০ মিনিটে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ লড়াই
জানা গেছে, ধীরজ কুমার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এই সপ্তাহের শুরুতেই তীব্র শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও প্রবীণ এই অভিনেতাকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর শেষ মুহূর্তে ছেলে হাসপাতালে উপস্থিত ছিলেন।

দীর্ঘ অভিনয় ও প্রযোজনা জীবন
ধীরজ কুমার দীর্ঘকাল ধরে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতে অবদান রেখে গেছেন। অসংখ্য চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। অভিনেতা হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি তিনি একজন সফল টেলিভিশন প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর প্রযোজনা সংস্থা বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক নির্মাণ করেছে, যা ভারতীয় টেলিভিশনে মাইলফলক হিসেবে বিবেচিত।

ধীরজ কুমারের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অবদান এবং কর্মজীবনের ব্যাপ্তি তাঁকে দর্শক ও সহকর্মীদের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর পরিবার এবং গুণগ্রাহীদের প্রতি রইল গভীর সমবেদনা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy