স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রীর একী অবস্থা! বর্ধমানের রাস্তায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার ‘রাঙা কাম্মা’

দেখলে মনে হবে যেন এক ভিক্ষুক। কিন্তু কথা বলতেই চমকে উঠলেন স্থানীয়রা। জরাজীর্ণ পোশাকে, আলুথালু বেশে থাকা ওই মহিলা ভাঙা ভাঙা ইংরেজিতে উত্তর দিচ্ছেন! এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই এলাকায় ভিড় জমালেন উৎসুক জনতা। তবে তাঁর পরিচয় জানতে পেরেই সকলের চোখ কপালে উঠল। এ কি স্টার জলসার এক নামী ধারাবাহিকের পরিচিত মুখের এমন অবস্থা!

সোমবার সকালে বর্ধমান আরামবাগ রোডের ধারে একটি বাসস্ট্যান্ডে স্থানীয় বাসিন্দারা এক মহিলাকে হেঁটে যেতে দেখেন। অপরিচিত ওই মহিলাকে দেখে সবার মনেই কৌতূহল জাগে। হঠাৎ বৃষ্টি আসায় মহিলাটি আমিলা বাসস্ট্যান্ডে আশ্রয় নেন। প্রাথমিক কথাবার্তা থেকেই বোঝা যায়, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন।

প্রথমটায় অনেকে তাঁকে ভিক্ষুক ভেবে ভুল করলেও, যখন মহিলাটি ইংরেজিতে কথা বলা শুরু করেন, তখনই তাঁদের ভুল ভাঙে। পরিচয় জানতে চাওয়া হলে তিনি জানান, তাঁর নাম সৌমি ধর চৌধুরী এবং তিনি বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। প্রথমে এই কথা বিশ্বাসযোগ্য না হলেও, হাতের মুঠোফোনে গুগল সার্চ করতেই দেখা যায়, মহিলা যা বলছেন তা সম্পূর্ণ সত্যি।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’-এর ‘রাঙা কাম্মা’ চরিত্রের সঙ্গে এই মহিলার হুবহু মিল। কিন্তু তাঁর কথাবার্তায় অসংলগ্নতা থাকায় স্থানীয়রা ধন্দে পড়ে যান। বাড়ির ঠিকানা জানতে চাইলে একবার তিনি বলেন তিনি বেহালার বাসিন্দা, আবার কখনও বলেন তিনি বোলপুর থেকে আসছেন।

অভিনেত্রী জানান, তিনি নাকি দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে রয়েছেন। তাঁর কাছে থাকা একটি নম্বরে ফোন করে জানা যায়, একজন ড্রাইভার তাঁকে শেষ বোলপুরে ছেড়ে দিয়ে এসেছিলেন। কিন্তু কেন হঠাৎ তিনি বোলপুরে গেলেন? বাড়িতে কে কে রয়েছেন? এই অবস্থা কীভাবে হলো? — এসব বিষয়ে তিনি কিছুই বলতে চাননি।

অভিনেত্রীর এমন দশা দেখে স্থানীয়রা তড়িঘড়ি পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। প্রসঙ্গত, সৌমি ধর চৌধুরী বিভিন্ন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি মঞ্চেও সক্রিয় ছিলেন। এত সুপরিচিত একজন অভিনেত্রীর এমন করুণ অবস্থা দেখে খুব স্বাভাবিকভাবেই কলাকুশলীদের প্রতি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অবস্থান এবং তাঁদের ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy