‘একটাও রোহিঙ্গা মুসলমান ভারতে থাকবে না’, রোহিঙ্গা বিতর্কে কড়া বার্তা শুভেন্দুর

বৃহস্পতিবার রাতে কলকাতার বুকে দাঁড়িয়ে এক বিস্ফোরক ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, “একটাও রোহিঙ্গা মুসলমান ভারতে থাকবে না।” একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “মমতার যাওয়ার সময় এসে গেছে, কেউ বাঁচাতে পারবে না।” শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

রোহিঙ্গা বিতর্কে কড়া বার্তা
দীর্ঘদিন ধরেই বিজেপি নেতৃত্ব, বিশেষত শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব। বৃহস্পতিবার রাতে তাঁর এই মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। তাঁর দাবি, ভারতে কোনো রোহিঙ্গা মুসলমানের স্থান হবে না, যা কেন্দ্রীয় সরকারের অনুপ্রবেশ বিরোধী কঠোর অবস্থানকেই তুলে ধরছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই ঘোষণার বাস্তবায়ন কীভাবে হবে, বা এর আইনি দিক কী হবে, তা নিয়ে অবশ্য তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে, এই কড়া বার্তা একদিকে যেমন দলের কট্টর সমর্থকদের চাঙ্গা করবে, তেমনই বিরোধীদের সমালোচনার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সরাসরি চ্যালেঞ্জ
রোহিঙ্গা ইস্যুতে কড়া অবস্থানের পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। “মমতার যাওয়ার সময় এসে গেছে, কেউ বাঁচাতে পারবে না”—এই মন্তব্য তার রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমতাচ্যুত করার বিজেপি’র দৃঢ় সংকল্পকে প্রকাশ করে। আসন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর এমন আগ্রাসী মনোভাব তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলে তোলপাড়
শুভেন্দু অধিকারীর এই দ্বৈত ঘোষণা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলেছে। তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই এই মন্তব্যের তীব্র বিরোধিতা করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, বিজেপি শিবির এই বক্তব্যকে দলের ‘কঠোর অবস্থান’ হিসেবে তুলে ধরে সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করবে। রোহিঙ্গা ইস্যু এবং রাজ্যের রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন—এই দুটি বিষয়ই আগামী দিনে রাজ্য রাজনীতির মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, যা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy