শুষ্ক আবহাওয়া ত্বকের পাশাপাশি চুলের জন্যও ক্ষতিকর। দূষণ, ধুলা এবং কেমিক্যাল যুক্ত প্রসাধনী ব্যবহারের ফলে চুল রুক্ষ ও নির্জীব হয়ে পড়ে।
এ সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন চুলের বাড়তি যত্ন। রান্নাঘরে থাকা উপাদানে হেয়ার মাস্ক তৈরি করে চুলের যত্ন নিতে পারেন।
মাত্র তিনটি উপাদান কলা, মধু আর টক দই দিয়ে চমৎকার হেয়ার মাস্ক তৈরি করতে পারেন।
এই তিন উপাদানেই রয়েছে প্রয়োজনীয় পুষ্টি যা চুলকে রাখবে সুস্থ ও মজবুত। এই মাস্ক চুলের হারিয়ে যাওয়া ময়েশ্চারাইজার ফিরে পাবে এবং চুল দেখাবে ঝলমলে ও ফোলাভাব।
হেয়ার মাস্ক তৈরিতে প্রয়োজন: ১টি কলা, ২ চা চামচ মধু ও ২-৩ টেবিল চামচ টকদই।
ব্যবহার পদ্ধতি: একটি বাটিতে কলা ভালোভাবে চটকে নিন। এবার এতে মধু এবং টকদই মেশান। এবার উপাদানগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিন। মসৃণ পেস্ট করতে হবে।
এবার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পেস্টটি ব্যবহার করুন। ২০-৩০ মিনিট পর মিল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল ফিরে পাবে হারানো যৌবন।