‘২৬-এ পুরো সাফ করে দেব’, জল্পনার মাঝেই বিস্ফোরক দিলীপ ঘোষ, ‘দিলীপের কোনও ভেজাল নেই’

রাজনৈতিক মহলে যখন দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে, ঠিক তখনই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিস্ফোরক মন্তব্য করে যাবতীয় বিতর্কের কেন্দ্রে চলে এলেন বিজেপির এই দাপুটে নেতা। আজ একাধিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘২৬-এ পুরো সাফ করে দেব’। তাঁর এই মন্তব্য একদিকে যেমন রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে, তেমনি দলের অন্দরেও এর প্রভাব নিয়ে চলছে কাটাছেঁড়া।

‘যার দাম মার্কেটে থাকে, তাকে নিয়ে জল্পনা হয়’

নিজের রাজনৈতিক অবস্থান এবং গুরুত্ব বোঝাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “যার দাম মার্কেটে থাকে, তাকে নিয়ে জল্পনা হয়”। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে যোগ করেন, “দিলীপ ঘোষের দাম আছে, থাকবে”। নিজের ‘ভেজালহীন’ ভাবমূর্তি তুলে ধরে তিনি বলেন, “দিলীপ ঘোষের মধ্যে কোন ভেজাল নেই”। এই মন্তব্যগুলি পরোক্ষভাবে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন জল্পনার জবাব বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একুশে জুলাই এবং বিজেপির রণনীতি

২১শে জুলাইয়ের তৃণমূলের সভার প্রসঙ্গ উঠলে দিলীপ ঘোষ জানান, “২১ জুলাই সব জায়গায় হবে”। এই মন্তব্য বিজেপির পাল্টা কর্মসূচির ইঙ্গিত দিচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। তিনি আরও বলেন, বিজেপি “জল্পনা-কল্পনায় বিশ্বাস করে না”। এর মাধ্যমে দলের লক্ষ্য এবং কার্যপদ্ধতি নিয়ে যে কোনো ধরনের বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছেন তিনি।

নেতৃত্বের উপর আস্থা: শমীক ভট্টাচার্যের প্রশংসা

দলের রাজ্য সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছে জানিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন যে, “শমীক ভট্টাচার্যের নেতৃত্বে লড়াই হবে”। এই মন্তব্য বর্তমান রাজ্য নেতৃত্বের প্রতি তাঁর পূর্ণ আস্থারই প্রতিফলন। এর মাধ্যমে তিনি দলের মধ্যে কোনো ধরনের বিভেদ বা নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে যে তিনি বিশ্বাসী নন, সেই বার্তাও দিতে চেয়েছেন।

দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্যগুলি এমন এক সময়ে এল, যখন রাজ্য বিজেপিতে তাঁর ভূমিকা এবং ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন চলছে। তাঁর এই সোজাসাপটা জবাব দলীয় কর্মীদের মনোবল বাড়াবে নাকি নতুন করে বিতর্ক উস্কে দেবে, তা সময়ই বলবে। তবে একটি বিষয় স্পষ্ট, দিলীপ ঘোষের কথায় রাজ্য রাজনীতিতে আবারও উত্তাপ বেড়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy