বলিউড জুড়ে আনন্দের আবহ অব্যাহত। রণবীর-আলিয়া, দীপিকা-রণবীরের পর এবার সুখবর দিলেন আরও এক তারকা দম্পতি— রাজকুমার রাও এবং পত্রলেখা! তাঁদের সংসারে আসছে নতুন অতিথি, মা হতে চলেছেন পত্রলেখা। এই খুশির খবর তাঁরা নিজেরাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
আজ সকালেই রাজকুমার রাও এবং পত্রলেখা তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যৌথভাবে একটি পোস্ট শেয়ার করে এই আনন্দের সংবাদটি জানান। তাঁদের এই ঘোষণা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং বলিউড মহলে নতুন করে খুশির হাওয়া বইতে শুরু করে।
এই খবরে উৎফুল্ল হয়ে উঠেছেন বলিউডের অসংখ্য তারকা। বরুণ ধাওয়ান থেকে সোনম কাপুর পর্যন্ত অনেকেই হবু মা-বাবাকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। মন্তব্যের ঘরে উপচে পড়েছে অভিনন্দন বার্তা।
বিগত কয়েক বছরে বলিউডে একের পর এক তারকা সন্তান জন্ম নিয়েছে। আলিয়া ভাট ও রণবীর কাপুরের ঘরে এসেছে রাহা, আর সম্প্রতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও বাবা-মা হওয়ার সুখবর দিয়েছেন। এই তারকা দম্পতিদের তালিকায় এবার যুক্ত হলো রাজকুমার রাও এবং পত্রলেখার নাম।
রাজকুমার ও পত্রলেখার প্রেম কাহিনী বলিউডে চিরকালই এক উদাহরণ হিসেবে বিবেচিত। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এবার তাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হতে চলেছে নতুন সদস্যের আগমনে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের এই নতুন পথচলার সাক্ষী হতে। এই খবর নিশ্চিতভাবেই তাঁদের অনুরাগীদের মুখে হাসি ফুটিয়েছে।
(এই সংবাদটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রকাশিত মতামত বা তথ্য সর্বসম্মত নাও হতে পারে এবং এর জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যম দায়ী নয়।)