বৌভাতের দিনে প্রেমিকের বাড়িতে প্রেমিকার ধর্না, পাঁশকুড়ায় ধুন্ধুমার, অভিযোগ শারীরিক সম্পর্কের, দাবি বিয়ের অথবা শাস্তির!

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পীতপুর এলাকায় বৌভাতের দিন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন এক তরুণী, যা মুহূর্তে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দিল। প্রেমিকের বিরুদ্ধে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্কের অভিযোগ এনেছেন তিনি, দাবি করছেন হয় বিয়ে নয়তো উপযুক্ত শাস্তি।

জানা গেছে, প্রায় চার বছর আগে পাঁশকুড়ার পীতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতি-র সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাটের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় মেয়েটি নাবালিকা থাকলেও তাদের বিয়ের কথাবার্তা পাকা হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল সাবালিকা হওয়ার পর বিয়ে হবে।

তরুণীর অভিযোগ, সম্পর্কের সুবাদে সঞ্জয় তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু সাবালিকা হওয়ার পর যখনই তিনি বিয়ের কথা বলেছেন, সঞ্জয় নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন। একপর্যায়ে বাধ্য হয়ে তরুণী দাসপুর থানায় ও আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় জামিনে মুক্ত হন সঞ্জয়।

কিন্তু নাটকীয় মোড় নেয় যখন সম্প্রতি সঞ্জয় অন্য এক মেয়েকে বিয়ে করেন। বৌভাতের দিন এই খবর জানতে পেরেই প্রাক্তন প্রেমিকা সোজাসুজি সঞ্জয়ের পৈতৃক বাড়িতে এসে ধর্নায় বসেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির উপক্রম হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তরুণীকে থানায় নিয়ে যায়। সেখানে তিনি সঞ্জয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তরুণীর স্পষ্ট দাবি, “সঞ্জয় আমার জীবন নষ্ট করেছে। এখন হয় আমাকে বিয়ে করতে হবে, নয়তো ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

যদিও সঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি একটি ষড়যন্ত্র এবং মেয়েটিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্পর্কের জটিলতা এবং তার ভয়াবহ পরিণতি আবারও প্রকাশ্যে এলো। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা সমাজে প্রেম, বিশ্বাস এবং প্রতিশ্রুতির মূল্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy