সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের অভিযোগ, শহরের সব কলেজে পুলিশি নজরদারি বাড়ানোর নির্দেশ সিপি-র

সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যখন তোলপাড়, ঠিক তখনই শহরের সমস্ত থানাকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলেজগুলিতে অসামাজিক কাজকর্ম রুখতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আজ সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, প্রতিটি থানার অন্তর্গত কলেজগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে সংশ্লিষ্ট থানা। তিনি বলেন, “যে কলেজ যে থানার অন্তর্গত, সেখানকার পুলিশ আধিকারিক ওই কলেজের নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিত্যদিন যোগাযোগ রাখবেন।” এছাড়া, প্রতিটি কলেজের নিরাপত্তারক্ষীদের কাছে নিকটবর্তী থানার যেকোনও একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের নম্বর থাকবে, যাতে কোনো অপরাধমূলক ঘটনা নজরে এলেই দ্রুত পুলিশকে জানানো যায়।

পুলিশ কমিশনার আরও জানান, এবার থেকে থানাগুলি কলেজে গিয়ে নিয়মিত কর্মশালা আয়োজন করবে। এই কর্মশালাগুলিতে পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের বিভিন্ন সামাজিক অপরাধ এবং তাতে কী ধরনের শাস্তি হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন। কলেজের পড়াশোোনার সময়সীমা শেষ হওয়ার পর যদি কেউ জোর করে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে থেকে যায় অথবা কোনো ব্যক্তিগত বা অনৈতিক কাজ করে, তাহলে কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে থানায় জানাতে হবে। এক্ষেত্রে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বস্ত করেন।

এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরা (CCTV) সঠিকভাবে কাজ করছে কি না, সে বিষয়েও থানাগুলি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত করবে। মনোজ ভার্মা স্পষ্ট জানিয়েছেন, নিজ নিজ এলাকার কলেজের প্রতিটি মুহূর্তের খোঁজ খবর রাখবেন থানার আধিকারিকরা। কসবা কাণ্ডেও পুলিশ যাবতীয় পদক্ষেপ করেছে বলে তিনি উল্লেখ করেন।

দক্ষিণ কলকাতা আইন কলেজের ঘটনায় সমালোচনার মুখে পড়া কলকাতা পুলিশ এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে আরও কঠোর অবস্থান নিল। এই নতুন নির্দেশিকাগুলি কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy