‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিং শেষে দীর্ঘ ১০ মাসের দাড়িকে বিদায় জানিয়ে নতুন লুকে ধরা দিয়েছেন দেব। তার এই পরিবর্তন দেখে মহিলা ভক্তরা মুগ্ধ, অনেকেই নস্টালজিকও। তবে এর মধ্যেই সকলের নজর কেড়েছে দেবের সোশ্যাল মিডিয়া পোস্টের একটি বিশেষ ক্যাপশন। সেটি হলো ‘এমনি’। এই সাধারণ শব্দটি কেন অভিনেতা বারবার ব্যবহার করেন, তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন ছিল। এবার নেটপাড়ার বাসিন্দারাই এই ক্যাপশনের পেছনের আসল কারণ খুঁজে বের করেছেন, যা জন্ম দিয়েছে এক নতুন বিতর্কের!
‘এমনি’ ক্যাপশনের আড়ালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার স্মৃতি!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেবের পোস্ট করা একাধিক ছবির স্ক্রিনশট দেখানো হয়েছে। প্রতিটি ছবির ক্যাপশনেই লেখা রয়েছে ‘এমনি’। এরপরই যা সামনে এসেছে, তা অপ্রত্যাশিত ছিল। ভিডিওটির মাঝখানেই দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘চ্যালেঞ্জ’ সিনেমার একটি ছোট ক্লিপিং দেখানো হয়েছে।
‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ক্লিপিংটিতে দেখা যাচ্ছে, শুভশ্রী দেবের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন। দেব যখন শুভশ্রীকে জিজ্ঞাসা করছেন, তিনি কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে চান, উত্তরে নায়িকা বলছেন, “এমনি”।
জনৈক এক ভক্তের তৈরি করা এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ মজা করে ভিডিওটি রুক্মিনী মৈত্রকে (দেব-এর বর্তমান প্রেমিকা) পাঠানোর কথা বলেছেন, আবার কেউ মন্তব্য করেছেন, ‘পুরনো প্রেম কি এত সহজে ভোলা যায়?’ অর্থাৎ, দেব যতই ‘এমনি এমনি’ ‘এমনি’ কথাটি লিখে থাকুন না কেন, ভক্তরা এর নিজস্ব অর্থ তৈরি করে নিয়েছেন, যা দেব-শুভশ্রীর পুরনো রসায়নকেই আবারও উসকে দিয়েছে।
‘ধূমকেতু’র মুক্তি ও পুরনো সম্পর্কের পুনরালোচনা
প্রসঙ্গত, দেব এবং শুভশ্রী বর্তমানে একে অপরের সঙ্গে কোনো সিনেমাতেই অভিনয় করেন না। ব্রেকআপের পর খুব কমই তাদের মুখোমুখি হতে দেখা গেছে। তবে বহু বছরের অপেক্ষার পর এই বছর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত সিনেমা ‘ধূমকেতু’, যার শ্যুটিং শেষ হয়েছিল প্রায় ১০ বছর আগে।
‘ধূমকেতু’ মুক্তির কথা শুনে একদিকে যেমন দেব-শুভশ্রীর ভক্তরা খুশি, তেমনই অন্যদিকে বারবার এই দুই তারকার চর্চিত প্রেমের কাহিনীও সামনে এসেছে। এই পরিস্থিতিতে দেবের ক্যাপশনের যে অর্থ সোশ্যাল মিডিয়ায় উঠে এলো, তাতে এই তারকা যুগল কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে পারেন। দেবের ‘এমনি’ ক্যাপশন কি সত্যিই পুরনো স্মৃতির রেশ, নাকি নিছকই একটি সাধারণ শব্দচয়ন? উত্তর দেবে সময়।