গত দু’বছর ধরে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি আয়োজিত কবিতা উৎসব বন্ধ থাকায় ‘বঞ্চিত’ কবি ও আবৃত্তিকারদের নিয়ে আগামী ২৩ জুন একটি কবিতা উৎসবের আয়োজন করতে চলেছে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল। কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
কেন বন্ধ আকাদেমি উৎসব? প্রশ্ন ফোরামের
পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির কবিতা উৎসব গত দু’বছর ধরে কেন বন্ধ রয়েছে, সেই প্রশ্নই তুলেছে এই ফোরাম। কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি এই বিষয়ে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার তকমা দিয়েছেন। এরপর সব ভাষায় সাহিত্য আকাদেমির পুরস্কার দেওয়া হলো, কিন্তু বাংলা ভাষার কবি সাহিত্যিক বা আবৃত্তিকারদের এই পুরস্কার দেওয়া হলো না। গত দু’বছর বন্ধ পশ্চিমবঙ্গ কবিতা উৎসব। কেন বন্ধ হয়ে গেল এই উৎসব? ব্রাত্য বসুকে এর জবাব দিতে হবে।”
জিতেন্দ্র তিওয়ারি আরও অভিযোগ করে বলেন, “এই রাজ্যে সরকারের তাঁবেদারি না করলে বঞ্চিত হতে হয়। তাই সেইসব বঞ্চিত কবি সাহিত্যিক এবং আবৃত্তিকারদের একটা মঞ্চ দিতেই আগামী ২৩ জুন কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। কোনো সরকারি আনুকূল্য ছাড়াই এটা করা হচ্ছে। শুধু তাই নয়, প্রয়োজনে সংস্কৃতি জগতের দুর্নীতির বিরুদ্ধে ফোরাম পথে নেমে প্রতিবাদ করবে।”
রাজনৈতিক যোগসূত্র ও ক্রেডিট নেওয়ার অভিযোগ
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এই উৎসব বন্ধের পেছনে রাজনৈতিক কারণের ইঙ্গিত দিয়েছেন। তার কথায়, “আসলে প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে কেন রাজ্য সরকারের আগেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তকমা দিয়ে দিলেন? এটা রাজ্য সরকার মেনে নিতে পারছে না। কারণ এই ক্রেডিটটা তারা নিতে পারল না। তাই সাংস্কৃতিক জগৎকে বঞ্চিত করছে রাজ্য সরকার।”
তিনি জানান, আগামী ২৩ জুন কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন অডিটরিয়ামে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। এছাড়াও আসানসোল, শিলিগুড়ি-সহ আরও একাধিক জায়গায় এই উৎসবের আয়োজন করা হবে।