লিভারে টিউমার ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে নেমেছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। বাড়িতে এক বছরের ছোট ছেলেকে রেখে, মনের গভীরে তীব্র ভয়কে জয় করে একরাশ আশা ও বিশ্বাস নিয়ে তিনি ঢুকেছিলেন অপারেশন থিয়েটারে। প্রায় ১৪ ঘণ্টা ধরে চলা জটিল অস্ত্রোপচারের পর অবশেষে কিছুটা স্বস্তির খবর দিলেন তাঁর স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম।
সোশ্যাল মিডিয়ায় দীপিকার স্বাস্থ্য নিয়ে অসংখ্য অনুরাগী উদ্বেগ প্রকাশ করছিলেন। ‘কাহা হাম কাহা তুম’ খ্যাত এই অভিনেত্রী স্টেজ-২ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর অনুরাগীদের সকল উদ্বেগ, ভালোবাসা ও প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন শোয়েব।
নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “সকলের কাছে ক্ষমাপ্রার্থী আমি রাতেই দীপিকার স্বাস্থ্য নিয়ে আপডেট দিতে পারিনি। অস্ত্রোপচার অনেকক্ষণ ধরে হয়েছে। প্রায় ১৪ ঘণ্টা ওটিতে ছিল দীপিকা। ভগবানের আশীর্বাদে অপারেশন সফল হয়েছে। দীপি এখন আইসিইউতে রয়েছে। শরীরে যন্ত্রণা রয়েছে তাঁর। তবে শারীরিক অবস্থা স্টেবল। আপনাদের সকলের ভালোবাসা, প্রার্থনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।”
গত ৩ জুন দীপিকা কক্করের এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তাঁর লিভারে একটি টেনিস বলের মতো টিউমার ছিল, যেখানে স্টেজ-২ ক্যানসার ধরা পড়েছিল। গত ১৫ মে একটি ইউটিউব ভ্লগে শোয়েব ও দীপিকা তাদের জীবনের এই কঠিন লড়াইয়ের কথা প্রথম প্রকাশ্যে আনেন। তাঁরা জানিয়েছিলেন, কীভাবে পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে চিকিৎসক দেখান এবং প্রাথমিক পরীক্ষায় কিছু বোঝা না গেলেও পরবর্তীতে রক্তপরীক্ষা ও অন্যান্য পরীক্ষার পর লিভারে টিউমারের বিষয়টি ধরা পড়ে। ‘সসুরাল সিমর কা’ খ্যাত এই অভিনেত্রী সেদিনই জানিয়েছিলেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে এই মারণ রোগ।
দীপিকার সুস্থতার খবর পাওয়ার পর থেকেই তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সকলেই দ্রুত তাঁর সম্পূর্ণ আরোগ্য কামনা করছেন।