বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক চমক দিচ্ছেন শাহরুখ খান কন্যা সুহানা খান। এবার ফের শিরোনামে তিনি। জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের (Adidas) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন সুহানা। বলিউডের তরুণ প্রজন্মের মধ্যে ফ্যাশন আইকন হিসেবে সুহানার এই আগমন নিঃসন্দেহে একটি বড় খবর।
এই প্রসঙ্গে সুহানা খান (Suhana Khan News) বলেন, “অ্যাডিডাস পরিবারে যুক্ত হতে পেরে আমি খুশি। অ্যাডিডাসের এই কাজ সদা সর্বদা তাঁর মনে থাকবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, তাঁর কেরিয়ারে অ্যাডিডাসের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ সদর্থক ভূমিকা বহন করবে।
কেরিয়ারে একের পর এক সাফল্য
চলতি বছর বলিউড ডেবিউ করেছেন সুহানা খান। এরপর থেকেই বিভিন্ন ক্ষেত্রে তাঁর সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবার অ্যাডিডাসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে তিনি ফ্যাশন জগতেও নিজের ছাপ রাখলেন।
এদিকে, অভিনয়ের দিক থেকেও সুহানা ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে তিনি বাবা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে প্রথমবার বাবা-মেয়ের জুটি রুপোলি পর্দায় দেখা যাবে। শোনা যাচ্ছে, ‘কিং’ ছবিতে সুহানা খানের মায়ের চরিত্রে একটি অতিথি শিল্পী হিসেবে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।
আব্রামের জন্মদিনে কিং খান ও আরিয়ানের অনুপস্থিতি
যদিও, সম্প্রতি সুহানার ছোট ভাই আব্রাম খানের ১২তম জন্মদিনের পার্টিতে বাবা শাহরুখ খান ও দাদা আরিয়ানের অনুপস্থিতি কিছুটা আলোচনার জন্ম দিয়েছে। আম্বানিদের ক্যাফেতে অনুষ্ঠিত এই জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ ও আরিয়ান কেন উপস্থিত ছিলেন না, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা গেছে।
সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন এবং পেশাগত ক্ষেত্র, উভয় দিকেই সুহানা খান এখন আলোচনার কেন্দ্রে। অ্যাডিডাসের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর ফ্যাশন স্টেটমেন্ট এবং কেরিয়ারের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, তা দেখতে মুখিয়ে আছে সকলে।