জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ শুরু থেকেই টিআরপি তালিকায় নিজেদের পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। অপু এবং আর্যের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন ছুঁয়ে গেছে। তাদের সম্পর্কের টানাপোড়েন দর্শকদের আকৃষ্ট করে রেখেছে টিভির পর্দায়।
সম্প্রতি অপু’র মায়ের ইচ্ছায় আর্য নিজে উদ্যোগী হয়ে অপুর বিয়ে ঠিক করার চেষ্টা করেছিল। কিন্তু সেই বিয়েও ভেঙে যায়, যা দেখে দর্শকরা ভেবেছিলেন হয়তো এবার অপু-আর্যের প্রেম জমে উঠবে। কিন্তু ধারাবাহিকে নায়ক-নায়িকার মিলন কি এত সহজে হয়? আর্যর মুখে ভালোবাসার কথা শোনার অপেক্ষায় থাকে অপর্ণা। একটু একটু করে অপু’কে ভালোবেসে ফেলে আর্য। কিন্তু তার মনে ভয়। অপু সবে বড় হচ্ছে, আর তার জীবনে বার্ধক্য আসছে। কীভাবে অপু’কে নিয়ে সংসার করবে সে? ভালোবাসায় যে দায়িত্ব নিতে হয়! কীভাবে পারবে সবটা সামাল দিতে? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খায়। তাই সাহস করে অপু’কে ভালোবাসার কথা আর বলা হয় না।
এদিকে, আর্যের জীবন এখন গভীর সংকটে। সম্প্রতি অপু’র সঙ্গে একটি রেস্তোরাঁয় লুকিয়ে দেখা করতে আসে আর্য। হঠাৎই অন্যরকম সাজে আর্যকে দেখে অবাক হয় অপু। এরপর অপু তাকে একটি গাছ উপহার দেয়, এবং জানায় যে অপু না থাকলেও এই গাছটা সারাজীবন আর্যের কথা মনে করিয়ে দেবে। এর মধ্যেই একজন আড়াল থেকে বন্দুক তাক করে আর্যের দিকে। হঠাৎ গুলির শব্দে চমকে ওঠে অপু। তবে কি আর্যের জীবনে সত্যিই বিপদ এলো? এই ষড়যন্ত্রের পেছনে কে আছে? এবার কি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অপু-আর্যের পথ চিরদিনের মতো আলাদা হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর জানতে দর্শকদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।