গরমে একেবারে নাজেহাল অবস্থা। বার বার মন চায় স্নান করতে। কিন্তু শরীরকে শীতল রাখতে এই তিন উপায়ে স্নান করুন। দেখবেন শীতল শরীর আর মনও ঠাণ্ডা।
গরমকালের স্নান মানে সুগন্ধী। স্নানের পর হালকা গন্ধ যদি না ছড়ায়, সেই স্নানের মানেই হয় না । তাই এই গরমে অডিকোলন স্নান হোক একেবারে মাস্ট। বাজার চলতি অনেক অডিকোলন রয়েছে। স্নান করারজলে , তা মিশিয়ে নিলেই হল অথবা বাড়িতেই বানিয়ে ফেলুন অডিকোলন।
গোলাপের জলে কিছু পরিমাণ সাদা চন্দন বেঁটে নিন। বেঁটে নিতে পারেন কিছু পরিমাণ পুদিনা পাতাও। জলে মিশিয়ে, স্নান সেরে ফেলুন ।
একটু সময় খরচ করলে বাড়িতেই নিতে পারেন স্পা বাথ। স্নানের জলে মিশিয়ে নিন বাথিং সল্ট। তার মধ্যে কিছুটা পরিমাণ গোলাপ জল , পুদিনা পাতার রস ঢেলে দিন। স্নান শেষে পরিষ্কার জল গায়ে ঢেলে নিন। দেখবেন সারাদিন সতেজ থাকবেন।
বাজার থেকে গোলাপ জলের বোতল কিনে এনে, স্নানের জলে মিশিয়ে নিতে পারেন । কিংবা বাড়িতেই বানিয়ে নিতে পারেন গোলাপ জল । গোলাপের পাপড়ি ফুটিয়ে নিন। সেই জল ঠান্ডা করে তার মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে ফেলুন গ্লিসারিন। গরমকালে এই স্নান কিন্তু সারাদিন সতেজ রাখবে আপনাকে।