কার্পেট পরিষ্কার করার ৬টি সহজ উপায় আপনি আগে জানতেন কি? নইলে জেনেনিন

কার্পেট ঘরের আভিজাত্য বাড়িয়ে দেওয়ার পাশাপাশি, কাজের মাত্রাটাও যেন বেশ অনেকটা বাড়িয়ে দেয়। অসাবধানতাবশত পছন্দের কার্পেটের উপর হাত থেকে চা, কফি, কোমল পানীয় কিংবা খাবার পড়ে গেলেই বিপত্তি। যে কারণে কার্পেট ব্যবহারের প্রতি বাড়তি সতর্কতা ও সাবধানতা বজায় রাখা প্রয়োজন সবসময়।

কার্পেট পরিষ্কার করা খুব সহজ কোন কাজ নয় মোটেও। তবে ছোট ও প্রয়োজনীয় কিছু টিপস জানা থাকলে, সহজেই কার্পেট পরিষ্কার করে নেওয়া যাবে এবং দীর্ঘদিন নতুনের মতো রাখা যাবে।

দ্রুত পদক্ষেপ নেওয়া
কার্পেটের উপর কোন খাবার বা পানীয় পড়ার পর বেশি সময় পার হতে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব টিস্যু পেপারের সাহায্যে খাবার বা পানীয় শুকিয়ে নিয়ে, জলর সাহায্যে কার্পেট মোছার চেষ্টা করতে হবে। দেরী করলে কার্পেটে দাগ বসে যাবে।

ধোয়ার আগে করতে হবে ভ্যাকুয়াম ক্লিনিং
কার্পেট জলে ধোয়ার আগে অবশ্যই ভ্যাকুয়াম দ্বারা ধুলাবালি পরিষ্কার করে নিতে হবে। ধুলাময়লা থাকা কার্পেট জলে ভিজিয়ে নিলে, কার্পেটের সঙ্গে ধুলাময়লা বসে যাবে। যা সহজে উঠতে চাইবে না।

দরজার কাছ থেকে পরিষ্কার করা
কার্পেট পরিষ্কার করার সময় অনেকেই খুব কমন একটা ভুল করেন। ঘরের কর্ণারের স্থান থেকে কার্পেট পরিষ্কার করা শুরু করেন। আদতে দরজার কাছ থেকে কার্পেট পরিষ্কার করা শুরু করতে হবে।

সোজা লাইন টেনে পরিষ্কার করা
ভ্যাকুয়াম ক্লিনিং কিংবা ব্রাশের সাহায্যে পরিষ্কার করতে হলেও, লম্বালম্বিভাবে কার্পেট পরিষ্কার করতে হবে। নইলে কার্পেটের তন্তু ক্ষতিগ্রস্থ হয় এবং কার্পেট দ্রুত পুরনো হয়ে যায়।

খুব বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না
সাবানের জল কিংবা ক্লিনিং প্রোডাক্টের ভেতর কার্পেট খুব লম্বা সময় ভিজিয়ে রাখা যাবে না। এতে করে কার্পেট ড্যাম হয়ে যায় এবং সম্পূর্ণ শুকাতে দীর্ঘ সময় প্রয়োজন হয়।

নিয়মিত কার্পেট পরিষ্কার করা
অবশ্যই কার্পেটের মতো ভারি জিনিস পরিষ্কার করা কষ্টকর বিষয়। এরপরেও কার্পেট নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। কারণ কার্পেট দীর্ঘ সময় অপরিষ্কার ও অযত্নে থাকলে খুব সহজেই তাতে রংচটা ও পুরনো ভাব দেখা দেয়। এছাড়াও, ঘরে অপরিষ্কার কার্পেট থাকলে অসুস্থ ও শ্বাসকষ্টজনিত সমস্যার প্রকোপ বৃদ্ধি পায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy