পুরুষদের এই ধরণের প্রশংসায় নারীরা অপমান বোধ করে, জানুন

কিছু পুরুষ প্রশংসা করতে গিয়ে অপমান করে ফেলে। সেটা অনেকটা জেনে এবং না জেনে। তারা বুঝতেই পারেন না তার সামনে দাঁড়িয়ে থাকা নারীটি বিরক্ত হচ্ছেন বা কষ্ট পেয়েছেন। এমন কিছু নারী তাদের অভিজ্ঞতার কথা বলেছেন-সেটাই তুলে ধরা হলো।

১. ‘আমি বাজি ধরে বলতে পারি যখন ছোট ছিলেন তখন আপনি সত্যিই আকর্ষণীয় ছিলেন। ’ এই কথার অর্থ অনেকে মনে করতে পারেন, সেই নারী আগে সুন্দর ছিল এখন আর সুন্দর নেই। এখন আর তিনি সুন্দরী নন এটা ভেবে সে কষ্ট পেতে পারে।

২. ‘আপনাকে সত্যিই ভালো লাগছে, কিছুক্ষণ থেমে বললেন আপনার বয়সের জন্য। ‘
বয়সের কথা টানলে নারীরা এটা ভালো চোখে না-ও নিতে পারে।

৩. ‘আমার থেকে তুমি বেশি খাও। ’ সবার খাওয়ার পরিমাণ এক নয় । তাই সরাসরি কথাটা বললে অন্য জনের খারাপ লাগতেই পারে।

৪. অনেকেই বলে ‘কাঁদলে তোমাকে সুন্দর লাগে (যদিও তার কারণেই সে কেঁদেছিল)। ’
সে কষ্ট পেয়ে কেঁদেছিল সেটা নিয়ে কথা নেই । ওই নারীর কাছে এটাও কষ্টকর।

৫. অনেকেই নারীদের বলেন, ‘বাহ! আপনার মেয়েরা তো খুব সুন্দর। আপনিও সুন্দর, আপনার মেয়েরাও সুন্দর। ওদের ছেলে-মেয়েও সুন্দর হবে। ’

৬. ‘তুমি দেখতে অনেক সুন্দর। তোমাকে আসলে ওজনের দিকে আরেকটু খেয়াল করতে হবে। ‘ সুন্দর হলে ওজনের দিকে কেন খেয়াল করতে হবে? তার মাথায় এই চিন্তা আসতেই পারে।

৭. ‘আপনি অতটা বোকা নন। যতটা আপনাকে দেখে মনে হয়। ’ ওই নারী মনে করতে পারে, তাকে দেখে বোকা বোকা লাগে?

৮. ‘মেকআপ করলে তোমাকে খুব সুন্দর লাগে। ’এর অর্থ এটা দাঁড়াতে পারে-এমনি সময়ে তাকে সুন্দর লাগে না।

৯. ‘তোমাকে দেখতে তো খুব সুন্দর লাগছে ! ওজন কমেছে?’ এর অর্থ দাঁড়াতে পারে-আগে ওজনের জন্য তাকে ভালো লাগত না।

১০. ‘ তোমার এত সুন্দর হাসি! তাতেই সবাই পাগল হয়ে যাবে। হাসি কাজে লাগাতে পারো!’ এমন কথায়ও নারী নিজেকে ছোট ভাবতে পারে।

১১. ‘তুমি যে চাকরি পাবে আমি ভাবতেই পারিনি। ’ এর অর্থ দাঁড়াতে পারে, সে আসলে চাকরি পাওয়ার যোগ্য না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy