Numerology অনুসারে আমাদের সবারই একটি মূলাঙ্ক আছে। মূলাঙ্ক বা Birth Number বিচার করে একজন মানুষ সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে। জন্মতারিখ অনুসারে মূলাঙ্ক বিচার করা হয়। আজ আমরা মূলাঙ্ক বিচার করে জেনে নেব মাসের কোন কোন তারিখে জন্মানো মহিলারা তাঁদের স্বামী ও শ্বশুরবাড়ির জন্য অত্যন্ত সৌভাগ্যবতী হন।
বলা হয়ে থাকে কোনও পরিবারের ভিত্তি হলেন বাড়ির মহিলারা। বিয়ের পর অন্য এক পরিবারে এসে তাঁরা সেখানে সুখ ও সৌভাগ্য নিয়ে আসেন। নতুন একটি পরিবারের সদস্য হয়ে উঠে সেখানে সবার মন জিতে নেন তাঁরা। নিউমেরোলজি অনুসারে জন্মতারিখের সংখ্যাগুলি পরস্পর যোগ করলে আমাদের মূলাঙ্ক পাওয়া যায়। সেই অনুসারে কোনও মাসের ২, ১১, ২০ অথবা ২৯ তারিখে যাঁদের জন্ম, তাঁদের সবার মূলাঙ্ক ২। আর জ্যোতিষ অনুসারে এই ২ মূলাঙ্কের মহিলারা তাঁদের জীবনসঙ্গীর জন্য অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে থাকেন। এরা অত্যন্ত আবেগপ্রবণ এবং নিজেদের স্বভাবের গুণে স্বামীর হৃদয়ে রাজত্ব করেন। এঁরা যত্নশীল এবং সঙ্গীকে খুশি করার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন। ব্যক্তিগত ভাবেও এরা যা করেন, তাতেই সৌভাগ্য লাভ করেন।
২ মূলাঙ্কের মহিলারা বিলাসবহুল জীবন পছন্দ করেন। সুন্দর সুন্দর জিনিস কিনে ঘর সাজাতে এরা ভালোবাসেন। তবে খরচ করার পাশাপাশি এরা বিনিয়োগও করে থাকেন। দরিদ্রকে সাহায্য করতেও এরা কখনও পিছপা হন না। কারোর কষ্ট এই মহিলারা দেখতে পারেন না। এদের ব্য়ক্তিত্ব আকর্ষণীয় এবং অন্যের মনের কথা খুব সহজেই বুঝে যান ২ মূলাঙ্কের জাতক মহিলারা।