সাতটি ঘোড়ার ছবি বদলে দেবে জীবন, ঘরের কোন পাশে রাখতে হবে জেনেনিন

এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা প্রচন্ড মাত্রায় বাস্তুশাস্ত্রকে (Vastu Tips) শুভ-অশুভ ধরণের বিষয় বস্তুর উপর অনেক বিশ্বাস করে। তবে অবাক করা বিষয় হলো বাস্তুশাস্ত্রের এমন কিছু জিনিস থাকে যা সত্যি খুব কার্যকরী হয়। অর্থাৎ এই টোটকা গুলি মেনে চললে সত্যি জীবনে অনেক উন্নতি, সুখ ও সমৃদ্ধি আসে। তবে বাস্তু বিশেষজ্ঞদের মতে এইসব টোটকা তখনই কাজ করে যখন এগুলিকে সঠিক সময়, সঠিক দিনে, সঠিক জায়গায় প্রয়োগ করা হয়। আপনি যদি এইসব বাস্তুশাস্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন তবে আমরা আজ বাস্তু সম্পর্কিত একটি বস্তু নিয়ে আলোচনা করবো। যেমন- ৭ টি ঘোড়ার ছবি (7 Hosre painting)। আপনি নিশ্চই অনেকের বাড়ি বা অফিসে গিয়ে লক্ষ্য করে থাকবেন যে এই ৭ টি ঘোড়ার ছবি অনেক ব্যক্তি নিজের বাড়ি/অফিসে লাগায়। কারণ মনে করা হয় এই ছবিটি অত্যন্ত শুভ হয় ও এটি পসিটিভ এনার্জি, সুখ ও সমৃদ্ধি, সুযোগ ইত্যাদির পরিবেশ তৈরি করে এবং জীবনে সফলতা অর্জন করতেও সাহায্য করে।

জানিয়ে দি যে বাস্তু বিশেষজ্ঞদের মতে এই ৭ টি ঘোড়ার চিত্রকে বৃদ্ধি, শক্তি, সাহস ও বিশ্বস্ত-এর প্রতীক বলে মনে করা হয়। আর তাই ছবি ঘরে লাগালে পসিটিভ এনার্জি বৃদ্ধি পায়। তাই বাড়ি ও অফিসে এই ৭ টি ঘোড়ার ছবিকে লাগানো শুভ মনে করা হয়। এই ছবি ঘরে লাগালে সুখ-সমৃদ্ধি তো বাড়িতে বজায় থাকেই সঙ্গে বাস্তু দোষ দূর হয় ও অর্থ বৃদ্ধির নতুন নতুন সুযোগ আসতে থাকে।

তবে বাস্তু অনুযায়ী এই ৭ টি ঘোড়ার ছবিকে বাড়ির সঠিক দিক করে লাগানো অত্যন্ত আবশ্যক। এই ছবিটিকে বাড়ির পূর্ব দিকে লাগানো উচিত কারণ তাহলে মা লক্ষীর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। কিন্তু এই ছবিটি যদি আপনি অফিসে লাগাতে চান তবে এটিকে দক্ষিণ দিকে লাগানো উচিত। আর খেয়াল রাখতে হবে যে ঘোড়ার মুখ যেন ভেতরের দিকে থাকে। কারণ তবেই অর্থের আগমন হতে থাকবে।

যদি আপনি এই ঘোড়ার ছবি বাড়িতে লাগানোর কথা ভাবছেন তবে জানিয়ে দি কখনো বাড়িতে এমন ঘোড়ার ছবি লাগাবেন না যেই ছবিতে ঘোড়া জলের উপর দাঁড়িয়ে রয়েছে। কারণ এমন ছবি লাগানোকে অশুভ মনে করা হয়। এছাড়া কোনো অসম্পত ছবিকেও ঘরে টানানো উচিত নয় কারণ এমন ছবি লাগানো শুভ হয় না এবং এই ধরণের ছবি নেগেটিভ এনার্জিকে আমন্ত্রন জানায় ও দারিদ্রতার সৃষ্টি করে। আর ছবি সবসময় রুমের সাইজ অনুযায়ী লাগাতে হবে না অতিরিক্ত বড় না অতিরিক্ত ছোট।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy