হ্যাঁ ঠিকই শুনেছেন চুলের যত্নে এবার কারিপাতা। আমাদের রান্নাঘরে ব্যবহৃত এই পাতাটি আমাদের চুলের নানা সমস্যা থেকে মুক্তি দেবে। কারিপাতা রান্নায় নানা পদের স্বাদ বাড়ানোর সাথে সাথে আমাদের চুলের নানা সমস্যা দূর করতেও সাহায্য করে থাকে। কারিপাতা ব্যবহার করে চুল ওঠা হ্রাস, চুলে খুশকি দূর করা থেকে শুরু করে আরো নানা রকমের সমস্যা দূর করতে পারবেন আপনারা। তবে তার নানাবিধ ব্যবহারবিধি রয়েছে। একনজরে দেখে নিন কিভাবে কারি পাতা ব্যবহার করে আপনারা চুলের যত্ন নেবেন। জেনে নিন ব্যবহার বিধি-
চুলে খুশকির সমস্যা দূর করতে অন্যতম উপযোগী কারিপাতা। এক্ষেত্রে প্রথমে কারিপাতা পেস্ট করে নিতে হবে। তারপর কারিপাতার পেস্ট-এ টকদই মিশিয়ে নিতে হবে। এবার এই পেস্ট ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে। আধ ঘন্টা থেকে এক ঘন্টা মত মাথায় রেখে ধুয়ে নিতে হবে। এর দ্বারা আপনার খুশকি সহজেই দূর হবে।
এছাড়া নারকেল তেলে কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। তেল ফুটলে কারিপাতা যখন কালো হয়ে যাবে বুঝবেন তেল প্রস্তুত হয়েছে। এরপর এই তেল প্রতিদিন মাথায় মেসেজ করুন। এতে আপনার চুল পড়া কমবে। অন্যদিকে আপনি আরও একটি হেয়ার অয়েল তৈরি করতে পারেন। নারকেল তেলে মেথি দানা দিয়ে সেই তেল ভালো করে গরম করতে হবে এবং তাতে কারি পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তেল তৈরি করে রাখুন।
এই তেল রাত্রে ঘুমানোর আগে চুলে ভালো করে লাগিয়ে নিন। তারপর সকালে স্নানের সময় ভালো করে শ্যাম্পু করে নিন। ভালো উপকার পাবেন। এগুলো ছাড়াও কারিপাতা হেনার সাথে মেশাতে পারেন। হেনার সাথে কারিপাতা মিশিয়ে তা চুলে লাগান এবং কিছু সময় রেখে শ্যাম্পু করে নিন। এর দ্বারা আপনার পাকা চুল খুব সহজেই এবং খুব ভালোভাবে কালো হয়ে যাবে।