শারীরিক অসুস্থতার লক্ষণগুলি ,জেনেনিন সবিস্তারে

শারীরিক বিভিন্ন অসুস্থতার লক্ষণ ফুটে ওঠে মুখে। যদিও অনেকেই তা টের পান না! শুষ্ক ঠোঁট, মুখের অবাঞ্ছিত লোম কিংবা মোল শারীরিক নানা সমস্যার ইঙ্গিত দেয়। জেনে নিন মুখ ও শরীরের কোন কোন লক্ষণ অসুস্থতার ইঙ্গিত দেয়-

শুষ্ক ত্বক ও ঠোঁট

শীতের দিতে ঠোঁটর চামড়া ওঠা স্বাভাবিক হলেও অন্যান্য সময় এই লক্ষণ প্রকাশ পাওয়া কিন্তু ভালো নয়। কারণ শুষ্ক ত্বক ও ঠোঁট ডিহাইড্রেশনের ইঙ্গিত দেয়। আবার এটি হাইপোথাইরয়েডিজম কিংবা ডায়াবেটিসের লক্ষণও হতে পারে।

মুখের অবাঞ্ছিত লোম

আপনার চিবুক, উপরের ঠোঁট এমনকি চোয়ালের উপরের অবাঞ্ছিত লোম হরমোনের ভারসাম্যহীনতাকে নির্দেশ করে। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নামক হরমোনজনিত ব্যাধির লক্ষণ এটি।

চোখের ফোলাভাব

চোখের ফোলাভাব শুধু সৌন্দর্যই নষ্ট করে না, বরং সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কেও জানান দেয়। যদি আপনার চোখ ক্লান্ত ও ফোলা দেখায় তাহলে আপনার দীর্ঘস্থায়ী অ্যালার্জি থাকতে পারে।

ফ্যাকাশে ত্বক

ত্বকের ফ্যাকাশেভাব রক্ত স্বল্পতার লক্ষণ হতে পারে। তাই এ বিষয়কে অবহেলা করবেন না।

ফুসকুড়ি

মুখের ফুসকুড়ি হজমের সমস্যা সহ বেশ কয়েকটি ব্যাধিরেইঙ্গিত দেয়। যার মধ্যে অন্ত্রের প্রদাহজনক রোগ (আইবিডি) অন্যতম। এক্ষেত্রে আপনার ত্বকেও জ্বালাপোড়া হতে পারে।

মোল

যদিও আঁচিল সাধারণত দুশ্চিন্তার কারণ নয়, তবে হঠাৎ করেই শরীরের কোনো স্থানে মোলের সৃষ্টি হলে সতর্ক হতে হবে। এছাড়া মোলের রং, আকার, রক্তপাত এমনকি চুলকানিসহ বিভিন্ন পরিবর্তন ক্যানসারেরও কারণ হতে পারে।

চুল পরা

চুল পড়া সবার জন্যই একটি উদ্বেগের বিষয়। তবে যদি আপনার ভ্রু বা চোখের পাতা থেকেও চুল পড়ে তাহলে সতর্ক থাকতে হবে।

অটোইমিউন ডিসঅর্ডারের কারণে এমনটি হতে পারে। অ্যালোপেসিয়া এরিয়া এমন একটি রোগ যেখানে চুলের ফলিকলগুলো ইমিউন সিস্টেম দ্বারা ক্ষতিগ্রস্ত হয়।

মুখ বেঁকে যাওয়া

মুখের অসাম্যতা স্ট্রোকের ইঙ্গিত দেয়। যদি আয়নায় নিজের মুখ দেখে মনে হয়ে একদিকে ঝুলে পড়েছে কিংবা অসাড় লাগছে তাহলে তা উপেক্ষা করবেন না।

চোখের পাতায় হলুদ দাগ

হাই কোলেস্টেরলের কারণে চোখের পাতায় হলুদ দাগ দেখা দিতে পারে। যাকে বলা হয় জ্যানথেলাসমাটা, এটি হৃদরোগের একটি গুরুতর ইঙ্গিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy