প্রায়ই বন্ধুদের সঙ্গে পার্টি করে স্ত্রী? ডিপ্রশন কাটাতে শিখে রাখুন এই পদ্ধতি

অনেক সময় দেখা যায় যে স্ত্রী একদমই স্বামীকে সময় দিচ্ছেন না। বরং সময় দিচ্ছেন তাঁর বন্ধুদের। তাঁদের সঙ্গে ঘুরতে যাচ্ছেন, পার্টি করছেন। এই পরিস্থিতি যে কোনও পুরুষের জীবনে ঝড় এনে দেয়।

তবে এই বিষয়টি নিয়ে ডিপ্রশনে চলে যাবেন না। বরং চেষ্টা করুন যত শীঘ্র সম্ভব সমস্যা মিটিয়ে ফেলার। তবেই ভালো থাকতে পারবেন। আসুন জানা যাক সেই পদ্ধতি-
১. কেন তিনি অন্যদের সঙ্গে পার্টি করছেন?
এই সময় নিজেকেই কিছু প্রশ্ন করতে হবে। কেন তিনি নিজের বন্ধুদের সঙ্গে বারবারই বাইরে পার্টি করছেন, এর উত্তর আপনার কাছেও থাকতে পারে। আপনি হয়তো তাঁকে সময় দেন না, সম্পর্ক ভালো নেই, কিছু বিষয় নিয়ে ঝামেলা চলছে আপনাদের মধ্যে ইত্যাদি নানা ধরনের সমস্যা থাকতে পারে। তাই সঠিক সমস্যা খুঁজে বের করুন। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. “সিধি বাত, নো বাকবাস”
সোজা কথা বলতে কোনও ভান করবেন না। কিছু লুকিয়ে চুকিয়ে রাখার প্রয়োজন নেই। সরাসরি কথাটা বলার চেষ্টা করুন। আপনি যে বন্ধুদের সঙ্গে পার্টি করার বিষয়টি মেনে নিচ্ছেন না, এটা খোলাখুলি বলে দিন। আশা করছি এতেই স্ত্রীর চোখ খুলে যাবে। তিনি আর কিছু করার আগে দুইবার অন্তত ভাববেন। তবে কথা বলতে গিয়ে ঝামেলা বাধিয়ে ফেলবেন না।

৩. সময় দিতে হবে মশাই
স্ত্রীকে সময় দিন। চাকরি বা ব্যবসার তাগিদে যদি সারাদিন বাইরেই কাটাতে থাকেন, তবে স্ত্রী তো নিজের বন্ধুদের সঙ্গে মিশবেনই। এতে তাঁর কোনও দোষ নেই। বরং দোষটা আপনার। তাই এই ভুল থেকে শিক্ষা নিতে হবে। এখন থেকে রোজ কিছুটা আগে বাড়ি ফিরে আসুন। অফিসের কাজ সেখানেই সেরে নিন। বাড়িতে আনবেন না। বরং বাড়িতে ফ্যামিলি টাইম কাটান।

৪. অন্তহীন ভালোবাসা
আপনার সঙ্গে স্ত্রীর সম্পর্ক তলানিতে এসে ঠেকলে পরিস্থিতির কিন্তু বদল দরকার। তাই ভালোবাসার বীজ বপন করুন সম্পর্কে। আপনি চাইলেই এই কাজটা করতে পারবেন। নিজেদের ভুল শুধরে নিলেই দেখবেন সম্পর্ক ঠিক আছে। এছাড়া পুরনো আনন্দের সময়গুলিকে মনে করতে হবে। তবেই দেখবেন অনায়াসে জটিলতা দূর করা যাবে।

৫. আপনি বেশি ভাবছেন না তো?
হয়তো সঙ্গী এমন কিছুই করছেন না। আপনিই অহেতুক লেবু চটকে তিতো করে ফেলছেন। কারণ মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে পার্টি করাই যায়। জীবনে এইটুকু তো পাওয়াই যায়। কিন্তু আপনি হয়তো এই বিষয়টি নিয়ে বেশি করে ভাবতে শুরু করে দিয়েছেন। তাই অহেতুক তাঁকে বাধা দিচ্ছেন। এই ভুল আর নয়। বরং নিজেকে শুধরে ফেলুন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy