প্রেম করা কালীন প্রেমিককে কখনোই করবেন না এই ৪টি প্রশ্ন

প্রেম করা কালীন প্রেমিকার মনে হাজার প্রশ্নের উদয় হওয়াটা ভুল কিছু না। কিন্তু কিছু কিছু প্রশ্ন এমন থাকে যা আপনার প্রেমিককে বিব্রত করে। তাই সম্পর্ক সুন্দর ও মধুময় রাখতে চারটি প্রশ্ন কখনোই আপনার প্রেমিক বা স্বামীকে করবেন না।
আসলে প্রত্যেকেরই একটি আলাদা ব্যক্তিসত্তা থাকে। সম্পর্কের ভেতরে থাকলেও সে নিজের মতো করে একটু ‘স্পেস’ বা জায়গা চায়। আর এ বিষয়টি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক পুরুষকে করা ঠিক নয় এমন চারটি প্রশ্ন সম্পর্কে-

১. আমি কুৎসিত হয়ে গেলেও ভালোবাসবে?
এ প্রশ্ন করার আসলে কোনো যৌক্তিকতাই নেই। জগতে সবকিছুই আসলে অনিশ্চিত। এ ধরনের কথা তাই অনর্থক। সবকিছুর উত্তর আসলে ভবিষ্যৎই বলে দেবে, প্রকৃতির গর্ভেই আসলে এসবের উত্তর লুকিয়ে থাকে।

২. আমি কি তার চেয়ে বেশি সুন্দর?
কী মনে হয়? এমন ধরনের কথা প্রেমিক বা স্বামীকে বললে নিজেই কি একটু ছোট হয়ে যাচ্ছেন না? সঙ্গীকে এ ধরনের প্রশ্ন করে বিব্রত না করাই ভালো। আপনার সঙ্গী আপনার প্রতি আকর্ষণবোধ করে, এটিই কি যথেষ্ট নয়? এতেই সন্তুষ্ট থাকুন।

৩. কেন আমাকে ফোন দাওনি?
হয়তো কিছুদিন কারো সঙ্গে কথা হলো আপনার, কিছু ভালো সময়ও কাটালেন। এরপর কয়েকদিন বা কয়েক সপ্তাহ সে আর ফোন দিল না। হুট করে তাকে ম্যাসাজ করতে যাবেন না, ‘কেন ফোন দাওনি’ বলে। হয়তো বা সে খুব ব্যস্ত ছিল, এমন কোনো ঝামেলায় পড়ে গিয়েছিল, যে ফোন দিতে পারেনি।

আর যদি তা নাও হয়, তাহলে তো সে আপনাকে এড়িয়ে যাচ্ছে, তাই না? তাই শুধু শুধু তাকে খোঁচাখুঁচি করবেন কেন? প্রয়োজন পড়লে সে নিজেই আসবে, নিজেই যোগাযোগ করবে। তাই প্রয়োজনীয় হয়ে ওঠুন।

৪. তুমি কয়জনের সঙ্গে এভাবে মিশেছ?
মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে। তাই অতীত নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। তুমি কয়জনের সঙ্গে এভাবে মিশেছ? এ ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। আসলে সে আপনার সঙ্গে থাকা অবস্থায় কি করছে, এটাই বেশি গুরুত্বপূর্ণ।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy