সংসারে সুখ আনতে স্ত্রীকে ভালো রাখার কয়টি সহজ উপায় জেনেনিন আপনিও

সংসারে সুখ আনতে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যেই আন্তরিকতা ও ভালোবাসা থাকতে হবে। দাম্পত্য জীবন আরও মজবুত করতে সংসারে দুজনেরই অবদান রাখতে হবে। যেহেতু বেশিরভাগ সংসারের সবটাই সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখেন নারীরা।

তাই বাড়ির সবার খেয়াল রাখতে গিয়ে আলাদা করে আর নিজেদের দিকে তাকানোর স‌ময় পান না তারা। এক্ষেত্রে স্ত্রীকে ভালো রাখার দায়িত্ব স্বামীর উপরেই বেশি পড়ে।

দাম্পত্য সম্পর্ক টেকসই করতে ভালো রাখতে হবে স্ত্রীকে। তার প্রতি বাড়তি যত্ন নিতে হবে। জেনে নিন কীভাবে নেবেন বউয়ের যত্ন-

> শত ব্যস্ততার মাঝে একবার হলেও দিনে ফোন করে স্ত্রীর খোঁজ নিন। তিনি খেয়েছেন কি না জিজ্ঞাসা করুন।

> অফিস থেকে বাড়ি ফেরার পথে উপহার হিসাবে আনতে পারেন আপনার স্ত্রীর পছন্দের ফুল অথবা প্রিয় লেখকের বই।

> সারদিন পর ঘরে ফিরেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না। স্ত্রীকে সময় দিন। তার সঙ্গে গল্প করুন। দুজনেরই দিন কেমন কাটলো, তা নিয়ে খোলাখুলি কথা বলুন।

> সপ্তাহে ছুটির দিন স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ুন। বিশেষ কোনো জায়গায় ঘুরতে যান, কিংবা ভালো রেস্টুরেন্টে বসে খাবার খান ও গল্প করুন।

> স্ত্রীকে হঠাৎ চুপচুাপ বা রাগান্বিত দেখলে এড়িয়ে যাবে না। বরং তাকে জিজ্ঞাসা করুন, কী হয়েছে। কেন তার মন খারাপ হয়েছে তা জানতে চান

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy