SSC ২০২৫: ফল বেরোতেই বিতর্ক চরমে, ১০ নম্বর ও অযোগ্যদের নাম নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষা, ২০২৫-এর ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বড়সরণের বিতর্ক। ফলাফল নিয়ে একাধিক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জমা পড়েছে একাধিক নতুন মামলা। অভিজ্ঞতার ভিত্তিতে ১০ অতিরিক্ত নম্বর প্রদান, অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম থাকা এবং পার্ট-টাইম শিক্ষকদের নম্বর—এই সমস্ত বিষয় নিয়ে আদালতের সামনে এসেছে একাধিক প্রশ্ন।

‘সমান সুযোগ’-এর দাবিতে নতুন মামলা

নতুন মামলাগুলির মধ্যে অন্যতম অভিযোগ হলো, অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি স্কুলের শিক্ষকেরা ১০ নম্বর পেয়েছেন, কিন্তু সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা সেই নম্বর পাননি। এই বৈষম্যের বিরুদ্ধে ‘সমান সুযোগ’-এর দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে। চাকরিপ্রার্থীদের একাংশ এখন তাকিয়ে আছেন বিচারপতি অমৃতা সিনহার সম্ভাব্য রায়ের দিকে।

তালিকায় অযোগ্য এবং ক্লার্কদের নাম!

ফল প্রকাশের পর আইনজীবী ফিরদৌস শামিম আদালতের সামনে অভিযোগ তুলে ধরেন যে, একাদশ-দ্বাদশ স্তরের প্রকাশিত তালিকায় বেশ কয়েকজন অযোগ্য প্রার্থীর নাম রয়েছে। এমনকি তাঁদের মধ্যে কয়েকজনকে ইন্টারভিউ বা নথি যাচাইয়ের জন্য ডাকাও হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে প্রকাশিত তালিকায় শিক্ষকদের পাশাপাশি ক্লার্ক পদে কর্মরতদের নামও রয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আরও বড় প্রশ্ন তুলেছে।

নিয়ম ভেঙে নম্বর পেলেন পার্ট-টাইম শিক্ষকেরা?

আরেকটি গুরুত্বপূর্ণ মামলায় অভিযোগ উঠেছে পার্ট-টাইম শিক্ষকদের নম্বর নিয়ে। এসএসসি আগেই জানিয়েছিল যে পার্ট-টাইম শিক্ষকেরা অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর পাবেন না। কিন্তু বাস্তবে দেখা গেছে যে বহু পার্ট-টাইম শিক্ষক সেই বাড়তি নম্বর পেয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেও মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। এই সংক্রান্ত মামলাগুলির শুনানি চলতি সপ্তাহেই হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্ট-টাইম শিক্ষকদের মামলার শুনানি রয়েছে আগামী বুধবার।

এসএসসি পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়েও যাঁরা অভিজ্ঞতার ১০ নম্বরের কারণে ভেরিফিকেশন কল পাননি, তাঁদের দাবি—এই নম্বরটি দেওয়া হয়েছে ২০১৬ সালের প্যানেলের চাকরি হারানো যোগ্য প্রার্থীদের বাড়তি সুবিধা দিতে। সামগ্রিকভাবে এই সমস্ত অভিযোগ নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy