আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বর্তমানে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। ঠিক এই সংবেদনশীল রাজনৈতিক আবহে সম্প্রীতি ও সংহতি বজায় রাখার বার্তা দিতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সেই কারণেই আগামী ৬ ডিসেম্বর ‘সংহতি দিবস’ উপলক্ষে কলকাতার ধর্মতলার মেয়ো রোডে এক বিশাল জনসমাবেশের প্রস্তুতি নিচ্ছে দল।
তৃণমূল (Trinamool Congress) সূত্রে খবর, নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা ততটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। এই সংহতি সমাবেশের মাধ্যমে শাসক শিবির রাজ্যের মানুষের কাছে একতার বার্তা পৌঁছে দিতে চাইছে। এই সমাবেশের রাজনৈতিক গুরুত্ব আরও বাড়তে চলেছে কারণ, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিনের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন। এই দুই শীর্ষ নেতার উপস্থিতি সমাবেশকে স্বভাবতই বাড়তি মনোযোগ দেবে বলে মনে করছে দলের অভ্যন্তরীণ মহল।
এই বিশেষ সমাবেশের আয়োজন ও বিপুল জনসমাগমের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তৃণমূল যুব, ছাত্র এবং সংখ্যালঘু সংগঠন। সংগঠনগুলির নেতৃত্বকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল শিবিরের বক্তব্য স্পষ্ট—এই মুহূর্তে রাজ্যে সম্প্রীতি বজায় রাখাই তাঁদের প্রধান অগ্রাধিকার। তাদের আশঙ্কা, বিরোধীরা নির্বাচন-পূর্ববর্তী সময়ে রাজ্যে উত্তেজনার পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে। তাই ৬ ডিসেম্বরের সংহতি দিবসকে কেন্দ্র করে এই রাজনৈতিক মঞ্চ তৈরি করা তৃণমূলের একটি কৌশলগত কর্মসূচি। রাজনৈতিক মহলের মতে, এই সমাবেশ নিছক একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন নির্বাচনের প্রাক্কালে একটি সুচিন্তিত রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল।