ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন স্টেডিয়ামে বসেই বেটিং চক্র চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আলতাফ খান, অঙ্কুশ রাজ ও পটেল পিঙ্কল কুমার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কেউই পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। তারা যথাক্রমে মহারাষ্ট্র, বিহার এবং গুজরাতের বাসিন্দা। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং স্টেডিয়ামে উপস্থিত থাকা অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই বেটিং চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ম্যাচে ভারতের শোচনীয় হার
বেটিং চক্র ফাঁস হওয়ার পাশাপাশি, এই ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্সও হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের। মাত্র আড়াই দিনে শেষ হয়ে যায় ম্যাচের খেলা। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ৯৩ রানে অল আউট হয়ে যায় এবং দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরে সিরিজের প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে (০-১)।
দ্বিতীয় দিনে ভারত ৯৩/৭ স্কোর নিয়ে খেলা শুরু করলেও তেম্বা বাভুমার দুর্দান্ত অপরাজিত ৫৫ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ১৫৩ রানে পৌঁছে দেয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১২৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই উইকেট হারাতে থাকে। যশস্বী জয়সওয়াল শূন্য রানে ফেরেন। ফলে ভারতের সিরিজ জয় এখন কঠিন ধরা দিচ্ছে। গুয়াহাটিতে পরবর্তী টেস্টে জিতে সিরিজের মর্যাদা বাঁচানো সম্ভব হলেও, কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারতীয় দল।
কলকাতা পুলিশ জানিয়েছে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।