বিজেপি মন্ত্রীর ‘দালাল’ কটাক্ষে বিতর্ক তুঙ্গে! রামমোহন গবেষকের প্রশ্ন, ‘এমন অশিক্ষিত কীভাবে উচ্চশিক্ষামন্ত্রী হলেন?’

রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমারের মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে বাংলার রাজনীতি। সম্প্রতি বীরসা মুণ্ডার স্তুতি করতে গিয়ে পারমার রামমোহনকে ‘ইংরেজদের দালাল’ এবং ‘ভুয়ো সমাজ সংস্কারক’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, রামমোহন রায় এদেশের মানুষকে ধর্মান্তরকরণের চেষ্টা করেছিলেন এবং তা আটকে দিয়েছিলেন বীরসা মুণ্ডা।

এই মন্তব্যের পরই রামমোহন গবেষক ও প্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। হুগলির রামমোহন গবেষক দেবাশিস শেঠ মন্ত্রী ইন্দর সিং পারমারকে সরাসরি ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেছেন।

ইতিহাসের ভুল তথ্যে মন্ত্রীর কটাক্ষ
দেবাশিস শেঠ মন্ত্রীর ঐতিহাসিক জ্ঞানের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর রামমোহনকে নিয়ে স্পর্শকাতর মন্তব্যে আমরা সকলেই মর্মাহত। ইতিহাস বলে ১৮৩৩ সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়েছে। আর বীরসা মুণ্ডার জন্ম হয়েছে ১৮৭৫ সালে। এইটুকু ধারণা যাঁর নেই, এত গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি আছেন কী করে?”

গবেষক স্মরণ করিয়ে দেন, রামমোহন রায় কুসংস্কার, সতীদাহ প্রথা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে আধুনিকতার আলো দেখিয়েছিলেন। ইংরেজিশিক্ষা ও উন্নত বিজ্ঞানচর্চার মাধ্যমে তিনি দেশের নবজাগরণের পথিকৃৎ ছিলেন। প্রায় আড়াইশো বছর পরও তাঁর বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্য বাংলার নবজাগরণকে অপমান করছে বলে তিনি মনে করেন।

রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া
ভোটমুখী পশ্চিমবঙ্গে বিজেপি নেতার এমন মন্তব্য স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের হাতে বড় অস্ত্র তুলে দিয়েছে।

তৃণমূলের আক্রমণ: আরামবাগের সাংসদ মিতালী বাগ মন্ত্রীর মন্তব্যের তীব্র ধিক্কার জানিয়েছেন। তাঁর মতে, “যিনি সতীদাহ প্রথার বিলুপ্ত ঘটিয়ে মধ্যযুগীয় বর্বরতা থেকে মুক্তি দিয়েছেন, তাঁকে ইংরেজদের দালাল বলছেন বিজেপি মন্ত্রী। এটা রাজনৈতিক অসভ্যতার লক্ষণ। বাংলার নবজাগরণকে ছোট করা মানে দেশের নবজাগরণকে আঘাত করা।” তিনি এর বিরুদ্ধে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন।

বিজেপির অস্বস্তি: মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি ক্ষমা চেয়ে নেন ইন্দর সিং পারমার। বঙ্গ বিজেপির নেতারা এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। পুড়শুড়ার বিধায়ক ও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, “শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, সেটা ওঁর ব্যক্তিগত মতামত। রাজা রামমোহন রায় আমাদের আদর্শ, গর্ব অহংকার। ওনাকে নিয়ে আমরা গর্বিত। আগামিদিনেও রামমোহন রায়ের পথেই আমরা চলব।”

রাহুল সিনহার সাফাই: বিজেপি নেতা রাহুল সিনহা অবশ্য তৃণমূলের বিরুদ্ধে মন্তব্যের অপব্যাখ্যা করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস এটা নিয়ে মিথ্যাচার করছে। তৃণমূলের হাতে কোনও অস্ত্র নেই। এখন বাঙালিদের নানাভাবে খুঁচিয়ে জাগরণ তৈরি করার চেষ্টা করছে।”

রামমোহন গবেষক ও প্রেমীরা সোমবার হুগলির খানাকুলে রামমোহনের জন্মস্থানে মাল্যদান ও প্রতিবাদ সভা করে এই মন্তব্যের নিন্দা জানান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy