নয়াদিল্লি: লালকেল্লার কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বৃদ্ধি পেল। এদিকে, এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম জাসির বিলাল ওয়ানি, যাকে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ থেকে গ্রেফতার করা হয়েছে। ওয়ানির বিরুদ্ধে বিস্ফোরণে ব্যবহৃত ড্রোন তৈরিতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
মূল চক্রী উমরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া জাসির বিলাল ওয়ানির সঙ্গে এই হামলার মূল চক্রী উমরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। উমরের সঙ্গেই ওয়ানি হামলার চক্রান্তে জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এই বিস্ফোরণের পিছনে সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের অনুমান করেছিল তদন্তকারী সংস্থাগুলি। ধৃত ওয়ানির মাধ্যমে এই হামলার চক্রটি উদঘাটনে এক ধাপ এগোল পুলিশ।