নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি বাগানেপাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, ভাইয়ের বউ বাড়িতে একা থাকার সুযোগে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায় ভাসুর।
জানা গিয়েছে, কমলা বিশ্বাসের স্বামী সুশান্ত বিশ্বাস প্রতিদিনের মতো ভোররাতে কলকাতায় কাজে গিয়েছিলেন। ঘটনার সময় বাড়িতে শাশুড়িও উপস্থিত ছিলেন না। সেই সুযোগেই কমলা দেবীর ভাসুর সুব্রত বিশ্বাস ধারালো কাটারি (হাসুয়া) দিয়ে এলোপাথারি কোপ মারেন তাঁকে। মাথায় ও ঘাড়ের পেছনের অংশে চার-পাঁচটি গভীর কোপ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কমলা বিশ্বাসের চিৎকারে দ্রুত ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে গিয়েই তারা অভিযুক্ত সুব্রত বিশ্বাসকে হাতেনাতে ধরে ফেলে। এরপর ক্ষুব্ধ জনতা তাঁকে শাস্তি দিতে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এরপরই শান্তিপুর থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে অভিযুক্ত সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে, স্থানীয়রা মারাত্মক আহত কমলা বিশ্বাসকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ বা সম্পত্তিগত কোনো সমস্যা থেকেই এই হামলার সূত্রপাত। শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং প্রতিবেশীদের বয়ান রেকর্ড করছে।