২০২৪ সালের লোকসভা নির্বাচনের হারের রেশ এখনও কাটেনি বিজেপি নেতা দিলীপ ঘোষের মন থেকে। হারের সেই গ্লানি ও আক্ষেপ নিয়ে তিনি ফের সরব হলেন। তাঁর এই বিস্ফোরক মন্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী মহলে কিছুটা হলেও অস্বস্তি বাড়াল।
মঙ্গলবার নিজের এলাকা খড়্গপুরে দলীয় কার্যালয়ে বসে পুরনো দিনের কথা তুলে ধরে ক্ষোভ ও আক্ষেপ উগরে দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হওয়া তাঁর ‘ইচ্ছের বিরুদ্ধে’ ছিল।
দিলীপ ঘোষ বলেন, ‘পার্টি (BJP) দুইবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে। একবার আমার ইচ্ছের বিরুদ্ধে টিকিট দিয়েছে। আমি কোনও দিন ভোটে লড়ার জন্য কারো কাছে টিকিট চাইনি। পার্টি বলেছে ইলেকশন লড়তে আমি ভোটে লড়েছি। আবার বললে লড়ব। আমি সাধারণ কর্মী। যতদিন রাজনীতি করার ইচ্ছে থাকবে করব। সারা জীবন কেউ রাজনীতি করে না।’
উল্লেখ্য, দিলীপ ঘোষ ২০১৬ সালে খড়্গপুর সদর বিধানসভা এবং ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে তাঁর পুরোনো আসনটি বদলে তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে লক্ষাধিক ভোটে পরাজিত হন।
হারের পর থেকেই একাধিকবার প্রকাশ্যে দল নিয়ে অভিমান প্রকাশ করেছেন এই বিজেপি নেতা। যদিও তিনি নির্দিষ্ট কোনো নেতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেননি, তবে বারবার নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রার্থী হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। আসন্ন নির্বাচনের মুখে দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ফের একবার বড় আলোচনা তৈরি করল।