নতুন চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার! ‘অভিজ্ঞতার ১০ নম্বর বাতিল চাই,’ ময়ূখ ভবনের সামনে চ্যাংদোলা করে সরাল পুলিশ

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SLST) নতুন চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে ফের উত্তাল পরিস্থিতি তৈরি হলো কলকাতায়। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে এসে এই নতুন চাকরিপ্রার্থীরা সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। তাঁদের প্রধান আপত্তি, নিয়োগ প্রক্রিয়ায় ‘অভিজ্ঞতার জন্য’ বরাদ্দ ১০ নম্বর নিয়ে। এই বঞ্চনার অভিযোগ তুলেই পথে নামেন নতুন পরীক্ষার্থীরা।

এদিকে, আন্দোলনের সূচনাতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁদের। ময়ূখ ভবনের সিগন্যালের কাছেই পুলিশ এই প্রতিবাদীদের আটকে দেয়। ভিডিওতে দেখা যায়, একাধিক চাকরিপ্রার্থীকে চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দুপুর থেকেই রাস্তায় বসে শুরু হয়েছিল তাঁদের প্রতিবাদ।

‘মুখ্যমন্ত্রী আমাদের ফাঁসি দিয়ে দিক’

আন্দোলনকারীদের গলায় ছিল চরম ক্ষোভ। তাঁদের মতে, ‘এ রাজ্যে জন্মানোটাই লজ্জার। মুখ্যমন্ত্রী বরং আমাদের ফাঁসি দিয়ে দিক। বাঁচার তো কোনও রাস্তা উনি রাখছেন না। দীর্ঘদিন ধরে এমনটা করে চলেছেন। আমাদের মতো হবু শিক্ষকদের চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে।’

মহিলা চাকরিপ্রার্থীদেরও টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে দেওয়া হয়। পরিস্থিতি রীতিমতো খণ্ডযুদ্ধের আকার নেয়। এক মহিলা আন্দোলনকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ রাস্তা থেকে তুলে দিচ্ছে। এরপর চাকরি না পেয়ে যখন রাস্তাতেই নামতে হবে সেদিন কী করবে? আমরা ফুটপথেই থাকব। শান্তিপূর্ণ আন্দোলনই করেছি।”

আরেক আন্দোলনকারী পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আন্দোলন সবে শুরু হয়েছে। এখানে আটকাচ্ছে আরেক জায়গায় করব। এই সরকার কত জনকে আটকাবে? গোটা রাজ্যজুড়ে রাস্তায় নামব। এক জায়গায় সরাবে, আন্দোলন করব। কী করবে দেখি!”

‘চটিচাটা পুলিশ, দলদাস পুলিশ’

চাকরিপ্রার্থীদের অভিযোগের তির সরাসরি প্রশাসনের দিকে। একজন চাকরিপ্রার্থীর কথায়, “চটিচাটা পুলিশ, দলদাস পুলিশ। রাজ্যের সব জায়গায় চাকরি খাওয়া চোররা ঘুরে বেড়াচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোক ঘুরে বেড়াচ্ছে, এঁদেরকে ধরার মুরোদ নেই। আমরা বঞ্চিত। চাকরি নেই। শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম আমাদেরকেই গায়ে হাত দিয়ে ভ্যানে তুলছে। আমাদের সঙ্গে যে ঘটনা ঘটছে তা রাজ্যের লজ্জা।”

নিয়োগের দাবিতে মঙ্গলবার ফের পথে নামছেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy