মাথাভাঙা (কোচবিহার): কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ঘটল বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার মাথাভাঙা ১ ব্লকের বৈরাগীরহাট অশোকবাড়ি এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই মৃত্যুর মুখ থেকে ফিরলেন তাঁরা।
জানা গিয়েছে, মঙ্গলবার মাথাভাঙা কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন বাইক আরোহীরা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং দেরি না করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
বাইক দুর্ঘটনায় আহত তিন আরোহী হলেন—সিজু সরকার, জুলফিকার আলি এবং বেবি রায়। এদের মধ্যে সিজু সরকারের আঘাত বেশ গুরুতর। পচাগড় পঞ্চায়েতের বেলতলা এলাকার বাসিন্দা এই আহত যুবককে দ্রুত কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে।
অন্যদিকে, জুলফিকার আলি বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। বেবি রায়ের চোট তেমন গুরুতর না হওয়ায় তিনি প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন।
এই দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাবশত বাইক দুটি আটক করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেলেও, কলেজের অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।