কুণাল ঘোষের ‘ম্যাজিক্যাল সাবান’, SIR, NRC-এর মাঝে কেন উটের দুধের সাবান দেখাচ্ছেন তৃণমূল নেতা?

SIR, NRC এবং CAA-এর মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক আবহে যখন রাজ্য সরগরম, ঠিক তখনই শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষের সামাজিক মাধ্যমের পাতা স্ক্রোল করলেই মিলছে এক চমকে দেওয়া ভিডিও বার্তা। যেখানে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট, কেন্দ্র বা নির্বাচন কমিশন নিয়ে তীব্র আক্রমণের বদলে তিনি আলোচনা করছেন সম্পূর্ণ ব্যক্তিগত এক বিষয় নিয়ে—স্নানের সময়ে তিনি কী সাবান ব্যবহার করেন!

স্বভাবসিদ্ধ শ্লেষ, কৌতুক এবং খোঁচায় ভরা ভঙ্গিমায় চরম এক রাজনৈতিক ব্যক্তিত্বের সাবান নিয়ে এই আলোচনা ইতিমধ্যেই নজর কেড়েছে। কিন্তু কেন এই ‘সাবান-তত্ত্ব’?

সমালোচনার জবাবে ‘উটের দুধের সাবান’!

জানা যায়, রাজ্যের একাধিক স্পর্শকাতর ইস্যুতে সরকারকে এক কাট্টা সমর্থন করার সময় কুণাল ঘোষকে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হতে হয়েছে। তিনি নিজেই কার্যত স্বীকার করেছেন যে, তাঁর পোস্টে অনেকে কটূক্তিও করেন। এই পরিস্থিতিতে, কীভাবে তিনি নিরুত্তাপ থাকেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি তাঁর বিশেষ সাবান ব্যবহারের কথা তুলে ধরেছেন।

ভিডিও বার্তায় কুণাল ঘোষ দাবি করেছেন, তিনি একটি বিশেষ ধরনের ‘ক্যামেল মিল্ক সোপ’ ব্যবহার করেন, যা উটের দুধ দিয়ে তৈরি। আর এই সাবানেরই রয়েছে ‘ম্যাজিক্যাল এফেক্ট’! তাঁর বক্তব্য, এই সাবানের কেরামতিতে সমালোচকদের কটূক্তি তাঁর শরীর স্পর্শ করে না। উল্টে তা রিভার্স বাউন্স করে আবার সেই সমালোচকদের গায়েই গিয়ে লাগে। এই সাবান তাঁর চামড়ায় তৈরি করছে এক বিশেষ এফেক্ট, যার কারণে সমালোচকরা তাঁর পোস্ট থেকে বেরোতেই পারেন না এবং তাঁর প্রতি নেশাগ্রস্ত হয়ে যান।

‘ঘ’ শ্রেণির ট্রোলারদের বার্তা

ভিডিওতে কুণাল ঘোষ তাঁর ‘ফলোয়ার্স’দের ব্যঞ্জনবর্ণের চারটি বর্ণে (‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’) ভাগ করেছেন।

‘ক’: যাঁরা তাঁকে খুব ভালোবাসেন (কৃতজ্ঞতা জ্ঞাপন)।

‘খ’: যাঁরা নীরবে তাঁর ওপর নজর রাখেন।

‘গ’: যাঁরা গঠনমূলক সমালোচনা করেন।

‘ঘ’: তাঁরা পড়েন, যাঁরা নিজেদের হতাশা তাঁর পোস্টে গিয়ে ব্যক্ত করেন (ট্রোলার)।

কুণাল ঘোষের এই সাবান-তত্ত্ব মূলত এই ‘ঘ’ শ্রেণির সমালোচকদের উদ্দেশেই দেওয়া বলে মনে করা হচ্ছে। তিনি দর্শকদেরও স্নানের সময়ে এই বিশেষ সাবান মাখার পরামর্শ দিয়েছেন। আরব থেকে আনানো এই সাবানটি তিনি নিজের পোস্টে দেখিয়েছেন এবং দাবি করেছেন, মরুভূমিতে তৈরি এই সাবান ট্রোলারদের জন্য দারুণ কাজ করে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy