ভোটের আগে বিএলও-র রহস্যমৃত্যু, কাঠগড়ায় নির্বাচন কমিশন! তোলপাড় ইংরেজবাজার

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং ভোটার তালিকা নিবিড় সমীক্ষার (SIR) মধ্যেই মালদহের ইংরেজবাজারে এক বিএলও (BLO)-র মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিএলও সম্পৃতা চৌধুরী সান্যালের মৃত্যু হয়। পেশায় আইসিডিএস কর্মী সম্পৃতার পরিবারের অভিযোগ, কনকনে ঠান্ডা এবং নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসকের বিশ্রামের পরামর্শ থাকলেও এসআইআর-এর চাপের কারণে তিনি ছুটি পাননি। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের দিকে আঙুল তুলেছেন, অন্যদিকে বিজেপি দক্ষিণ মালদহ জেলা সভাপতির দাবি—তৃণমূল নেতৃত্বের চাপেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, বাংলার ভোট নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের এক হাইভোল্টেজ বৈঠক শেষে বড়সড় ইঙ্গিত মিলেছে। সোমবারের ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর জানা গিয়েছে, ২০২৬ সালের ভোট এবার আর দীর্ঘমেয়াদী হবে না। কেরল বা গুজরাটের ধাঁচে বাংলাতেও ১ থেকে ৩ দফার মধ্যে ভোট সেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

সূত্রের খবর, রাজ্যে ১,১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নিশ্চয়তা দিয়েছে সিআরপিএফ। পর্যাপ্ত বাহিনী পেলে খুব বেশি হলে ৪ দফার মধ্যে ভোট শেষ করতে চায় কমিশন। যেখানে অতীতে ৮ দফায় ভোট হয়েছে, সেখানে এই সিদ্ধান্ত কার্যকর হলে তা হবে বঙ্গ রাজনীতির অন্যতম বড় বাঁক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy